মথি ত্রিপুরা; ভ্রাম্যমান প্রতিনিধি:
সুপেয় পানির সমস্যা দূর করতে রুমা উপজেলার থ্রি-পিলার সীমান্তঘেষা দুর্গম দোপানীছড়া পাড়া কারবারির (পাড়া প্রধান) নিকট ১০০০ ফুট প্লাস্টিক পাইপ হস্তান্তর করেছে-রুমা ব্যাটালিয়ান ৯বিজিবি।
গতকাল (১১ এপ্রিল )শুক্রবার বিকালে দোপানীছড়া পাড়ায় গিয়ে এসব প্লাস্টিকের পাইপ হস্তান্তর করেন দোপানীছড়া বিওপি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত। এ সময় বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, আর্টিলারি ও পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।
রুমা সদর হতে ৪৫ কিলোমিটার দূরে বিওপির গুরুত্বপূর্ণ এলাকায় এই দোপানীছড়া পাড়াটি অবস্থিত।
বিওপি'র সংশ্লিষ্টরা জানায়, গত ২২ জানুয়ারি সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দুর্গম দোপানীছড়া পাড়া পরিদর্শন করেন। ঐ সময় পাড়াবাসী পানির সংকট সমাধানের জন্য সেক্টর কমান্ডারের নিকট ১০০০ ফুট প্লাস্টিক পাইপ পেতে আবেদন করেন। তখন সেক্টর কমান্ডার দোপানীছড়া পাড়ায় সুপেয় পানি সমস্যা সমাধানের আশ্বাস দেন।
রুমা ব্যাটালিয়ান ৯ বিজিবি'র কর্মকর্তা জানায়, ইতিপূর্বে স্থানীয় গরিব ও দুঃস্থদের মাঝে খাবার, পণ্য দ্রব্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করছে এবং ভবিষ্যতেও জনস্বার্থের সেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে রুমা ব্যাটালিয়ান ৯ বিজিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা