বিশেষ প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় আয়োজনে ২য় বৈঠক রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ এনেক্স ভবনে সভাপতিত্ব করেন পার্বত্য মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি বীর বাহাদুর এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিমন্ত্রী পার্বত্য মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য ও খাদ্য মন্ত্রনালয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কিছুক্ষন পর সভাস্থল ত্যাগ করেন।
পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি, যশোর-১ শেখ আপিল উদ্দীন এমপি, বি.বাড়িয়া-২ মো: মঈন উদ্দীন এমপি ও ময়মনসিংহ-১ মাহামুদুল হক সায়েম সদস্য পার্বত্য মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটি, উপজাতী শরানার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, জ্বরতি তংচঞ্চঙ্গ্যা মহিণা সাংসদ, তিন জেলা পরিষদের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং ও গৌতম চাকমা এসময় বক্তব্য রাখেন।
বৈঠক চলাকালীন সময়ে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেয়নি তাই কি কি বিষয়ে আলোচনা বিস্তারিত জানা যায়নি। সভাশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর জবাব দিয়েছেন এমপি ও মন্ত্রীরা।