বাঘাইছড়ি প্রতিনিধিঃ
পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে এবং পার্বত্য চট্রগ্রামসহ সারা দেশে ভয়-ভীতি হীন মুক্ত পরিবেশ করার প্রত্যয়ে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকসহ দুই স্হানে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসুচি পালন করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম উজো বাজার ও সাজেক ইউনিয়ন এলাকাবাসির ব্যানারে রবিবার সন্ধ্যায় সময়ে বাঘাইহাট, গঙ্গারামও করেঙ্গাতলি মেইন সড়কে মোম বাক্তি প্রজ্জ্বলন করেন এলাকাবাসিরা।
পরে উজো বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এতে অর্পনা চাকমার চঞ্চালনায় বক্তব্য রাখেন কিরন চাকমা (পিসিপি)সাজেকে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসুচিতে বক্তব্য রাখেন অতুলাল চাকমা চেয়ারম্যান ৩৬নং সাজেক ইউনিয়ন। নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জলা চাকমা।
এসময় বক্তরা বলেন মারামারি হানাহানি, সংঘাত নয় ২০২৪ সাল যেন সকলের জন্য সুখ শান্তি হয়। সামাজিক অবক্ষয় রোডে তার্তিপার্স নাইট নামে অপসংস্কৃটি থেকে যুবক যুবতিদের বিরত থাকার আহবান জানিয়ে সুন্দর আগামির প্রত্যাশা করা হয়। পরে সম্প্রতি পানছড়িতে সেনা মদদ পুষ্ঠ সন্ত্রাসির কতৃর্ক নিহত চার ইউপিডিএফ কর্মীর আত্তার শান্তি কামনা করে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসুচি সমাপ্ত হয়।