নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা:
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফুলতলী গ্রামের, মৃত্যু আলী মিয়ার ছেলে আবু বক্কর ছিদ্দিক (৬০)।
স্থানীয় সুত্রে জানান, শনিবার (২৯ জুন) সকাল ১১ টার সময় ফুলতলী গ্রামে পাহাড়ের নিচে ঝিরির কৃষি জমিতে কাজ করার এক পর্যায়ে পাহাড়ের মাটি সরে এসে চাপা পড়লে সে ঘটনা স্থলে মারা যায়। এ সময় আশপাশের কৃষকরা দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মন্নান জানান, এ বিষয়ে থানায় একটি মৃত্যু মামলা হয়েছে।