নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
রাঙ্গামাটির লংগদুতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে লংগদু উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার উপজেলার লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে পানি, কলম এবং খাবার স্যালাইন তুলে দেন তারা।
ছাত্রদলের নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভুমিকা রাখতে বদ্ধপরিকর। পাশাপাশি ছাত্রদল সর্বদা ছাত্রদের পাশে আছেন এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে ছাত্রদের পাশে থাকবে তাই বিভিন্ন প্রান্ত থেকে আশা এসব পরীক্ষার্থীদের জন্য লংগদু উপজেলা বিএনপির নির্দেশে উপজেলা ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম মাসুদ ও ফিরোজ মাহমুদ, উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা আনোয়ার হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মঞ্জু, ছাত্রনেতা শাহাদাৎ হোসেন, জুবায়ের মাহমুদ মহিন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা