মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকার গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম ( বার)।
শুক্রবার (৫ মার্চ) ২০২৪ সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে পানছড়ি থানা মিলনায়তনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর। উপকার ভোগীরা পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ কর্তৃক ঈদ বস্ত্র পেয়ে খুশি হন এবং জেলা পুলিশ সুপারের এই সহযোগিতা মূলক কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা জানান। ঈদ বস্ত্র বিতরণের পর আগত অতিথিগন, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রেস মিডিয়ার সংবাদকর্মীগন, থানা পুলিশ ও অসহায়দের একত্রে বসে দোয়া ও মোনাজাত শেষে সকলেই ইফতার করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন, মাটিরাঙ্গা পুলিশ সার্কেল অফিসার আবু সালে মোঃ জাফর, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, থানা অফিসার্সগণ, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রেস মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।