সিএচটি বার্তা ডেস্ক সিএইচটি বার্তা ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ

 

বাঘাইছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর ঠ্যাঙাড়ে বাহিনীর হুমকি ও চাঁদাবাজির প্রতিবাদে এবং অবিলম্বে ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ও সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ জানুয়ারি ২০২৪) দুপুর ১:০০টায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

বঙ্গলতলী এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মধ্য দোকান থেকে শুরু হয়ে করেঙাতলী-বাঘাইহাট সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সত্য চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি বিরো চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামে নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অর্পণা চাকমা ও পিসিপির বাঘঅইছড়ি উপজেলা সভাপতি কিরণ চাকমা।

সমাবেশে অর্পণা চাকমা বলেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে প্রহসনমূলক দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হয়েছে। দেশের প্রায় ৮০% মানুষ এই নির্বাচন বর্জন করেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট বর্জন করায় সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচিত জনপ্রতিনিধি ও মুরুব্বীদের হুমকি দিচ্ছে, মারধর করছে ও মোটা অংকের চাঁদা দাবি করছে। কিন্তু প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিচ্ছে না।
তিনি ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানান।

অর্পণা চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ভাবে প্রহসনমূলক একতরফা নির্বাচন জনগণের ওপর চাপিয়ে দিয়ে আবারো ক্ষমতা কুক্ষিগত করেছে। কিন্তু জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে।

পিসিপি নেতা কিরণ চাকমা বলেন, পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী নব্যমুখোশ সন্ত্রাসীরা বিপুল চাকমাসহ চার খুনের ঘটনায় জড়িত। এক মাসেও প্রশাসন খুনিদের গ্রেফতার না করে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদেরকে লেলিয়ে দিয়ে জনপ্রতিনিধিদের ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশের সভাপতি বিরো চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের কাছে খেলো হয়ে পড়েছে। এ সরকারকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের জনগণ বৈধতা দেয়নি। যার কারণে সরকার-সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে তাদের সৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের দিয়ে খুন-খারাবিসহ জনপ্রতিনিধিদের হুমকি-ধমকি দিচ্ছে ও তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করছে।

তিনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সকল ছাত্র-যুব সমাজকে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং অবিলম্বে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী ও বিপুলসহ ৪ খুনে জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরদিকে একই সময় সাজেক ইউনিয়নের মাচালঙেও উক্ত চার সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে মিছিল পরর্বতী অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমার সভাপতিত্বে ও শুক্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার নেত্রী মানসি চাকমা, হিল উইমেন্স ফেডাশেনের বাঘাইছড়ি উপজেলা শাখার সুমা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা।

বক্তারা অবিলম্বে পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী নব্যমুখোশ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

 

Facebook Comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের মাঝে লংগদু ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

স্বামীর নির্যাতনের বিরুদ্ধে জিডি করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

রাষ্ট্র আমাদের আলাদা দৃষ্টিতে দেখে;  আদিবাসী ছাত্র সমাজ।

হাইকোর্টের রায়ের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ হন, রাজস্থলী সাবেক মেম্বার আমেরিকা তনচংগ্যা

আলীকদমের ম্রো শিক্ষার্থী খাগড়াছড়িতে ঘুরতে গিয়ে  অপহরণের শিকার

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে রিকশা উল্টে মায়ের কোল থেকে খালে তলিয়ে যাওয়া ৬ মাসের শিশু সেহরিশের মৃতদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার

বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকছড়িতে ফুটবল আনতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু

১০

থানচিতে রিলং পোয়েঃ উৎসবের মৈত্রীময় পানি ছিটিয়েছে তরুণ-তরুণীরা

১১

থানচিতে গুড ফ্রাইডে দিনের বিশেষ উপহার দিচ্ছেন সেনাবাহিনী

১২

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু!

১৩

গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

১৪

রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত

১৫

লংগদুতে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

১৬

পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা তরুণ-তরুণীরা

১৭

গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

১৮

সাংগ্রাই উৎসব ঘিরে মেতেছে মানিকছড়ি গঞ্জপাড়া তরুণ তরুণী

১৯

বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা ও লোকজ ক্রীড়া উৎসব।

২০