সিএইচটি বার্তা ডেস্কঃ
টানা ভারি বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার স্মরণ কালের ভয়াবহ বন্যা গতকাল মঙ্গলবার মধ্যরাতে (২০ আগষ্ট) ২০২৪ ২নং চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়ার ২৯ পরিবার প্লাবিত। তারমধ্যে ২টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে এবং আরো ১টি পরিত্যক্ত।
স্থানীয়রা জানান, চন্দ্র কারবারি পাড়ায় ১৭ পরিবার প্লাবিত। তম্মধ্যে কিনাধন বৈদ্য পাড়ায় ১ (এক) পরিবার এবং ধন্য চন্দ্র পাড়া বড়কলকে ৫ (পাঁচ) পরিবারের প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এসব এলাকায় পাহাড়ি ঢলের পানি এসে নিম্নাঞ্চল প্লাবিত হয়। কয়েকটি পাড়ায় বসত বাড়ি ধসে পড়েছে। বিগত বন্যার চেয়ে এবারের বন্যা পরিস্থিতি অনেকটা অবনতি ঘটেছে।
এদিকে, রাঙামাটি জেলার কাউখালী, বরকল, জুরাছড়ি, নানিয়ারচর উপজেলার বৃষ্টিতে রাস্তাঘাট ও পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্নের খবর পাওয়া গেছে। পাহাড় ধসের আশংকায় কয়েকটি এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে প্রশাসন সুত্রে জানাগেছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পানছড়িতে কয়েকটি গ্রামে বন্যার পানিতে প্লাবিত হয়ে যোগাযোগ অবস্থা খুব নাজুক। বন্যার পানি সরে না যাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবেনা। এমনকি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অন্যান্য অঞ্চলে সঠিক তথ্যের জন্য যোগাযোগ করা যাচ্ছে না।