মিঠুন সাহা, খাগড়াছড়িঃ
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (রবিবার) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টার সময় পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসিল্যান্ড আহমেদ হাছান, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ শফিউল আজম, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব। এই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রাম বহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে।