খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় বাজার উন্নয়ন কমিটির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় সদর ইউনিয়ন পরিষদে হলরুমে সকল বাজার ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোঃ ইউসুফ আলী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এইদিকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাসেম ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দী, মোহাম্মদ ইসমাইল হোসেন ৪০ ভোট। কোষাধাক্ষ পদপ্রার্থী পদে মহসিন সারোয়ার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি মাসুদ পারভেজ ২০ভোট। দপ্তর সম্পাদক পদে খলিলুর রহমান ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ২১ ভোট। প্রচার সম্পাদক পদে মাসুদ রানা বাবু ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইব্রাহিম খলিল ২৯ ভোট।