মিঠুন সাহা, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় কোনো ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন দরিদ্র কৃষক পরিবারের সন্তান সরোবর আলম।
বুধবার (১৩ মার্চ) সকাল থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা। শারীরিক ও মেধার যোগ্যতার বিভিন্ন ধাপ শেষে সর্বশেষ বিজয়ীদের বিকাল বেলা বাংলাদেশ পুলিশে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম- বার) বলেন, শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায় এসেছেন।
তিনি নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে পানছড়ি থেকে নিয়োগ পাওয়া পুলিশ সদস্য সরোয়ার আলমকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, কৃষি বিষয়ক সম্পাদক কাজল দেস, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন সহ তার এলাকার মুরব্বি ও শুভাকাঙ্ক্ষীগণ।
জানা যায়, সরোয়ার আলম পানছড়ি উপজেলার কালানাল এলাকার দরিদ্র কৃষক মোঃ খোরশেদ আলম ও মাতা সামছুন নাহার এর বড় সন্তান। তার আরও এক ছোট ভাই ও বোন রয়েছে। তারা স্কুলে পড়াশুনা করছে। সে চাকুরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার মাধ্যমে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন। সে বর্তমানে উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্সে আবেদন করেছে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা