Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে

print news

 

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

 

এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করেছে করেছে ৩ বিজিবি লোগাং জোন এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম ( পিএসসি)।

434394245 454840413644253 263344078711778267 n

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০ টার সময় লোগাং জোন এর সদর দপ্তরে এই সেবা মূলক কার্যক্রম সম্পন্ন করা হয়। অনুদান ও বিভিন্ন সহযোগিতা মূলক কার্যক্রম এর মধ্যে রয়েছে মসজিদের জন্য মাইক, ব্যাটারি, এমপ্লিফায়ার ক্রয়ের জন্য আর্থিক অনুদান। আসন্ন বিজু মেলা ২০২৪ উদযাপনের জন্য অনুদান, পানছড়ি বাজারে পুড়ে যাওয়া দোকান নির্মাণে আর্থিক সহায়তা, অসুস্থ রোগীর চিকিৎসা, বিবাহের জন্য সহায়তা, প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার প্রদান, ঢেউটিন, অসহায় ও দুস্থ মহিলাকে সেলাই মেশিন, ফুটবল ক্লাবে ফুটবল প্রদান জন্য প্রদান করা হয় ।

434686774 792638965645015 3868833727741547353 n

এইছাড়াও রিজিয়ন সদর দপ্তর থেকে প্রাপ্ত ৫ পরিবার নব-মুসলিমের জন্য ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এই সময় জোন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

ডা: স্টিফেন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকীতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের শ্রদ্ধা

পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে

প্রকাশিত: ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
print news

 

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

 

এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করেছে করেছে ৩ বিজিবি লোগাং জোন এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম ( পিএসসি)।

434394245 454840413644253 263344078711778267 n

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০ টার সময় লোগাং জোন এর সদর দপ্তরে এই সেবা মূলক কার্যক্রম সম্পন্ন করা হয়। অনুদান ও বিভিন্ন সহযোগিতা মূলক কার্যক্রম এর মধ্যে রয়েছে মসজিদের জন্য মাইক, ব্যাটারি, এমপ্লিফায়ার ক্রয়ের জন্য আর্থিক অনুদান। আসন্ন বিজু মেলা ২০২৪ উদযাপনের জন্য অনুদান, পানছড়ি বাজারে পুড়ে যাওয়া দোকান নির্মাণে আর্থিক সহায়তা, অসুস্থ রোগীর চিকিৎসা, বিবাহের জন্য সহায়তা, প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার প্রদান, ঢেউটিন, অসহায় ও দুস্থ মহিলাকে সেলাই মেশিন, ফুটবল ক্লাবে ফুটবল প্রদান জন্য প্রদান করা হয় ।

434686774 792638965645015 3868833727741547353 n

এইছাড়াও রিজিয়ন সদর দপ্তর থেকে প্রাপ্ত ৫ পরিবার নব-মুসলিমের জন্য ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এই সময় জোন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন।