রিপন ওঝা, মহালছড়িঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) খাগড়াছড়ি নিজ মাতৃভুমিতে আগমনে বিশেষ ফুলেল সংবর্ধনা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা সদর শাপলা চত্বরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি সংসদীয় আসন ২৯৮-এ আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের নানা সংস্থার সভাপতি ও সাধারন সম্পাদকসহ কার্যকরী নেতৃবৃন্দদের উপস্থিতিতে এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল ৪.০০ ঘটিকায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রথমত জেলা সদরের টাউন হল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহরস্থ শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা সংবর্ধনা গ্রহণের পর উপস্থিত দলীয় নেতাকর্মীসহ জনগনের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশবিরোধী ও বিএনপি জামায়াত শিবিরের হাত থেকে দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গতিশীল স্মার্ট বাংলাদেশ গড়তে সংসদ গঠন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সংবিধান অক্ষুন্ন রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। তাই উপস্থিত সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। গঠিত সকল মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীদের চ্যালেঞ্জ মোকাবেলা করে সারাদেশের ন্যায় তিন পার্বত্য অঞ্চলের প্রতিটি এলাকায় যথাযথ উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সংবর্ধনা শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার সহধর্মিনী মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম সঞ্চালনায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় অনুষ্টানে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার রইচ উদ্দীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সনজীব ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি জানু শিকদার ও সাধারন সম্পদক মেহেদী হাসান হেলাল, কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক খোকন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ঞইয়ারী চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহিনা বেগম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী বিউটি রানী ত্রিপুরা, সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা, সকল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, খাগড়াছড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন