মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলসহ পাহাড়ের রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ) ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধের কারণে শিক্ষার্থী, অফিসে চাকরিজীবিরা ভোগান্তিতে রয়েছে। তারা পাঁয়ে হেঁটে গন্তব্যস্থলে যাতায়াত করতে দেখা গেছে।
বুধবার (১৫ মে, ২০২৪ইং) সকাল থেকে দূরপাল্লা পরিবহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলা শহরে সকাল ৬ টায় দিকে ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করলেও বেলা ৮ টায় দিকে অবরোধ সমর্থনকারীরা ময়ূরখীলের ১টি মোটরসাইকেল ভাংচুর ও ১টি ইজিবাইকের আগুন ধরিয়ে দেয়। ইউপিডিএফ দাবি, পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সালের শাসন বিধি বহাল রাখার দাবি জানিয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রামের আধিপত্য বিস্তার করলে পাহাড়িরা তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ধীরে ধীরে হারিয়ে ফেলতে শুরু করে। ব্রিটিশ আমলে ১৯০০ সালে ৬ জানুয়ারি এক আইন জারি করা হয়। যার নাম ছিল পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০। এই আইনে পাহাড়ির নিজস্ব শাসনবিধি ও প্রথাগত ভূমি অধিকারসহ ইত্যাদি উল্লেখ রয়েছে।