রিপন ওঝা, মহালছড়িঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা পরিষদ কার্যালয়ের চত্বরে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি পাহাড়ে সাম্প্রদায়িক- সম্প্রীতি অক্ষুন্ন রাখা ও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে সকলের সহযোগিতা প্রত্যাশা করে বলেন আমাকে আজ যে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে এই এলাকার প্রতি আমার আরো বেশি দায়িত্ব ও ভালোবাসা বেড়ে গেছে।
প্রতিটি উপজেলার ও পৌর এলাকার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান ও উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।
উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির সম্মানে এখানকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ডিসপ্লের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এসময়ে জেলা আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরার সহধর্মিনী মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার রইচ উদ্দীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সনজীব ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি জানু শিকদার ও সাধারন সম্পদক মেহেদী হাসান হেলাল, কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক খোকন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ঞইয়ারী চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহিনা বেগম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী বিউটি রানী ত্রিপুরা, সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা, সকল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, খাগড়াছড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বাঁধানো ছবির ফ্রেম শুভেচ্ছা উপহার প্রদান করেন।