হ্লাসিং থোয়াই মার্মা, বান্দরবানঃ
কম খরচে অধিক লাভবান সবজি হিসেবে দিন দিন জনপ্রিয় হচ্ছে করলা চাষাবাদ। করলা চাষ করে বাজারে ভালো দাম পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে হাসি ফুটেছে। এইচ এস সি পাশ করার পর বেকার বসে না থেকে নিজ উদ্যোগে করলা চাষ করেছে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় ডলুঝিড়ি পাড়া যুবক সিংশৈহ্লা মার্মা (২০)।
করলা চাষের সফল উদ্যোক্তা সিংশৈহ্লা মার্মা সঙ্গে সিএইচটি বার্তা ডট কম এর প্রতিবেদকের কথা হলে জানায়, প্রথমে তিনি নিজের বন্ধু থেকে ৫ হাজার টাকা লোন নিয়ে শুরু করেছিল করলা চাষ। চাষের দুই মাস পর ভালো ফলন হয়েছে এবং উৎপাদিত ফসল বিক্রি করে লাভ হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।
তিনি আরো বলেন, ইউটিউব থেকে দেখে করলা চাষ পদ্ধতি শিখেছে। অন্যান্য সবজির পাশাপাশি করলা চাষে ভালো দাম পেয়ে অধিক লাভ হওয়ায় দিন দিন করলা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় চাষীরা। করলা চাষে লাভবান হয়ে চাষিদের মুখে হাসি ফুটেছে। তাদের পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে।