Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ে নেই নির্বাচনের উৎসব অনেক কেন্দ্রে ভোট হবে শুন্য

  • রুপম চাকমা
  • প্রকাশিত: ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে
print news

 

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ও বঙ্গলতলিতে নেই নির্বাচনের উৎসব। নির্বাচনের প্রচার প্রচারনা ও দেখা যায়নি দুই ইউনিয়নে। বিগত বছরের তুলনায় এবছরে দুই ইউনিয়নের কোন প্রার্থী জনসংযোগের জন্য দেখা মেলেনি।

সাজেক ইউনিয়নের নাম প্রকাশের অনিশ্চুক সিএইচটি বার্তা ডট কমকে এক সাক্ষাতকারে বলেন দেশে একটি অগণতান্ত্রিক পরিবেশে একতরফা নির্বাচন হচ্ছে যা পার্বত্য চট্রগ্রামসহ দেশের মানুষ নির্বাচনকে বর্জন করেছে। তিনি বলেন, যদি ও বা নির্বাচনের সরজ্ঞাম হেলিকপ্টারে দিয়ে পৌঁছানো হলেও কোন কোন কেন্দ্রে শুন্য ভোট হবে বলে মন্তব্য করেন।

412707508 1574844646667721 6369729147119238364 n

বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, সরকার এটি একটি হাস্যকর নির্বাচন করছে যা দেশের জন্য মঙ্গল নয়। তিনি অভিলম্বে একতরফা তফসিল প্রত্যাহার করে নিরপেক্ষ নিদর্লীয় তত্তবধায়ক সরকারে অধীনে নির্বাচনের দাবি জানান। সরকারের এক তরফা নির্বাচনে পার্বত্য চট্রগ্রামে তিন জেলায় দীপংকর, কুজেন্দ্র, বীর বাহাদুর ও হাবিবুল আওয়ালকে দালাল আখ্যায়িত করে বিভিন্ন স্হানে কুশপুত্তলিকা বানিয়ে পানিতে ভাসিয়েছে পাহাড়ের উত্তেজিত জনতা। এবং ৭ তারিখে অবৈধ নির্বাচনে ভোট বর্জনের কর্মসুচি পালন করা হবে বলে জানানো হয়।

লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

পাহাড়ে নেই নির্বাচনের উৎসব অনেক কেন্দ্রে ভোট হবে শুন্য

প্রকাশিত: ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
print news

 

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ও বঙ্গলতলিতে নেই নির্বাচনের উৎসব। নির্বাচনের প্রচার প্রচারনা ও দেখা যায়নি দুই ইউনিয়নে। বিগত বছরের তুলনায় এবছরে দুই ইউনিয়নের কোন প্রার্থী জনসংযোগের জন্য দেখা মেলেনি।

সাজেক ইউনিয়নের নাম প্রকাশের অনিশ্চুক সিএইচটি বার্তা ডট কমকে এক সাক্ষাতকারে বলেন দেশে একটি অগণতান্ত্রিক পরিবেশে একতরফা নির্বাচন হচ্ছে যা পার্বত্য চট্রগ্রামসহ দেশের মানুষ নির্বাচনকে বর্জন করেছে। তিনি বলেন, যদি ও বা নির্বাচনের সরজ্ঞাম হেলিকপ্টারে দিয়ে পৌঁছানো হলেও কোন কোন কেন্দ্রে শুন্য ভোট হবে বলে মন্তব্য করেন।

412707508 1574844646667721 6369729147119238364 n

বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, সরকার এটি একটি হাস্যকর নির্বাচন করছে যা দেশের জন্য মঙ্গল নয়। তিনি অভিলম্বে একতরফা তফসিল প্রত্যাহার করে নিরপেক্ষ নিদর্লীয় তত্তবধায়ক সরকারে অধীনে নির্বাচনের দাবি জানান। সরকারের এক তরফা নির্বাচনে পার্বত্য চট্রগ্রামে তিন জেলায় দীপংকর, কুজেন্দ্র, বীর বাহাদুর ও হাবিবুল আওয়ালকে দালাল আখ্যায়িত করে বিভিন্ন স্হানে কুশপুত্তলিকা বানিয়ে পানিতে ভাসিয়েছে পাহাড়ের উত্তেজিত জনতা। এবং ৭ তারিখে অবৈধ নির্বাচনে ভোট বর্জনের কর্মসুচি পালন করা হবে বলে জানানো হয়।