খাগড়াছড়িতে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার শেষ পথসভায় সহস্রাধিক মানুষ
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়িঃ
পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, আমি সাধারণ মানুষের সাথে বেড়ে উঠা মানুষ। আপনাদের মূল্যবান ভোটে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আবার জন্মালেও আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আমি সব সময় আপনাদের লোক হয়েই থাকতে চাই। বিগত দশ বছর আমার দরোজা- আমার ফোন; আপনাদের জন্য উন্মুক্ত ছিলো।
বৃহস্পতিবার (৪জানুয়ারি ২০২৪) বিকেলে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চ এবং সন্ধ্যায় নিজ বাড়ির উঠানে আয়োজিত পৃথক পৃথক পথসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্য উদারভাবে কাজ করেছি। কোথাও সফল কোথাও ব্যর্থতা; এসব প্রতিটি জীবনেরই অংশ। সব সময় গণমানুষের পাশে থাকতে সচেষ্ট ছিলাম। কখনো কারো উপকার করতে না পারলে কারো কোন ক্ষতি করার চেষ্টা করিনি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সব সময় সবার ডাকে সাড়া দিয়েছি। সুখে-দু:খে- উৎসব-পার্বণে মিলেমিশে সবার সাথে চলেছি-চলবো; এটাই আমার পাথেয়। ছোট-বড়ো-ধনী-গরীব; সবার সাথে বৈষম্যহীনভাবে এগিয়ে যাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শিক্ষা।
তিনি আরো বলেন, আগামী রোববার সাত জানুয়ারি ‘উন্নয়নে সমৃদ্ধ, সম্প্রীতিতে সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম’ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্য কন্যা- দেশরত্ন- শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী জাফর আহাম্মদ, জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যথাক্রমে সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাবেক পৌর চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, মনির হোসেন খান ও তপন কান্তি দে, যুগ্ম-সা. সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম ও সদর উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক বিশ্বজিত রায় দাশ বক্তব্য রাখেন।
জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম’র সঞ্চালনায় অনুষ্ঠিত শাপলা চত্বরের পথসভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগ নেতা যথাক্রমে হাজী রফিক আহাম্মদ, নুর হোসেন চৌধুরী, ছালেহ আহাম্মদ, চন্দন কুমার দে, মো. শওকত উল ইসলাম, মনির আহাম্মদ, পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ হোসেন ও সা, সম্পাদক পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সন্ধ্যায় নিজ বাড়ির উঠানে আয়োজিত সভায় স্থানীয় কার্বারী সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ ত্রিপুরা, শিক্ষাবিদ অজিন্দ্র কুমার ত্রিপুরা সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।