উথোয়াইচিং মারমা;বান্দরবানঃ
পার্বত্য বান্দরবানে পাহাড়ের দূর্গম অঞ্চলের বঞ্চিত মানুষের পাশে সেবা দিয়ে যাচ্ছে বেসরকারি সংস্থা গ্রিনহিল।
গত ৩০ নভেম্বর রোজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে রুমা বগালেকে বন্যা দুর্গত এলাকায় বিনামূল্যে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠানটি উদ্বোধন করেন বান্দরবান জেলা সিভিল সার্জন ডা: মোঃ মাহবুর রহমান।
অনুষ্ঠানে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনাইটেড ন্যাশনাল পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) ও সিইআরএফ এর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ সার্বিক সহায়তায় এবং এনজিও সংস্থা গ্রিন হিল যৌথ আয়োজনে এসএমসিএইচএসডি প্রকল্পের আওতায় সম্প্রতিককালে পাহাড়ে ভারী বর্ষণ ও আকস্মিক পাহাড় ধস, বন্যা দুর্গত ও দুর্যোগপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত অসহায় হত দরিদ্র ও মাতৃত্বকালীন ও প্রসূতি সেবা বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এ চলমান সেবা কার্যক্রমে বগালেক ও পার্শ্ববর্তী এলাকার প্রায় শতাধিক নর-নারী অংশ নেন।
অনুষ্ঠানে এনজিও সংস্থা গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. ম্রায়ইপ্রু মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বামংপ্রু।
এ সময় বান্দরবান জেলা সিভিল সার্জন ডা: মো. মাহবুর রহমান বলেন, পাহাড়ে দুর্গম অঞ্চলের বঞ্চিত জনগণের স্বাস্থ্য সেবা পৌছাতে এবং মাতৃত্বকালীন গর্ভবর্তী মা, প্রসূতি মা ও সন্তানদের মৃত্যু জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বান্দরবানের ৭ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গর্ভবর্তী মা, নব দম্পতি, প্রসূতি মায়ের গর্ভকালীন স্বাস্থ্য সেবায় কাজ করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংহ্লাপ্রু মারমা, থানছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ, আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাইন উদ্দিন মোর্শেদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. জেড. এম. সেলিম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইসিং মারমা, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গুঞ্জন চৌধুরী, ডা. মোস্তফা রুবেল, ডা. শওগত উল ফেরদৌস, গ্রীন হিলের প্রোগ্রাম অফিসার অং অং থোয়াই, স্বাস্থ্য পরিদর্শক, সিনিয়র নার্সসহ আরো কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।