ভ্রাম্যমান প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবছরেও প্রজ্ঞা সাধনা প্রকাশনীর উদ্যোগে রাঙামাটি রাজবন বিহারে ২২তম চুরাশি হাজার প্রদীপ দান এবং প্রজ্জ্বলনসহ বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পরিত্রাণ শ্রবণ ও নানাবিধ দানের ধর্মীয় অনুষ্টানের আয়োজনের মাধ্যমে নতুন বছর ২০২৪ সালকে প্রতি বছরের ন্যায় এবারেও বরণ করা হয়েছে।
রাজবন বিহারের অনুষ্ঠান মঞ্চে শুভ উদ্বোধন করেন রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের শিষ্য সংঘের প্রধান ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
এইসময় মহতি পূন্যনুষ্টানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও প্রাক্তন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রমূখ।
অনুষ্টান শেষে প্রজ্ঞা সাধনা প্রকাশনীর উদ্যোগে হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা