Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো চীনে পাচারকারী চক্রের চীনা নাগরিক সহ আটক-২

print news

 

সিএইচটি বার্তা ডেস্কঃ

 

পার্বত্য খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা থেকে পাহাড়ি যুবতী সুন্দরী নারীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা উচ্চ বেতনে চাকরির লোভ দেখানো সহ নারী পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ নারী পাচারকারী চক্রের জড়িত এক মহিলাকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

 

রবিবার (৯ জুন) ভোরে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে অভিযান চালিয়ে জিসাও সুহুই (৩৪) চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে পাঁচ কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে পাচার চক্রের মূলহোতা সুমি চাকমা ওরফে হেলিকে (৩৬) গ্রেফতার করা হয়।

 

রবিবার (৯ জুন) বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এক প্রেসব্রিফিং-এ এসব তথ্য জানান। তিনি আরও জানান, অভিযুক্ত সুমি চাকমা বিভিন্ন লোভ দেখিয়ে খাগড়াছড়ির পানছড়ির বাসিন্দা এক কিশোরীকে চীনে যাওয়ার নানা প্রলোভন দেখান। এক পর্যায়ে সে রাজি হয়ে তার এক বান্ধবীকে অনুরোধ করলে তার বান্ধবীও চীনে যাওয়ার জন্য রাজি হয়। আটককৃত সুমির কথা অনুযায়ী গ্রামের বাড়ি খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্য আসেন এবং তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে কারোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ঘরে আটকে রাখা হয়।

 

পুলিশ সুপার মুক্তা ধর জানান, এসব ঘটনায় ভুক্তভোগীদের পরিবার অভিযোগ জানালে অভিযানে নামে পুলিশ। পরে ঢাকার উত্তরার ওই ফ্ল্যাট থেকে জিসাও সুহুই নামের এক চীনা নাগরিককে আটক করা হয়। এ সময় ঐ ফ্ল্যাটে আটকে রাখা মোট পাঁচজন কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোরীর ২ জন খাগড়াছড়ির ও ৩ জন রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দা। তাদের বয়স ১৫-১৭ বছর বলে জানান তিনি।

 

নারী পাচারের জড়িত থাকা অন্যদেরকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তিদেরকে রিমান্ডের আবেদন করা হবে। যারা এই নারী পাচারে জড়িত অভিযুক্তকারীদেরকে রিমান্ডে এনে সকল তথ্য খতিয়ে দেখে বাকীদেরকে আটক করা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়। সংঘবদ্ধ প্রতারক এই নারী পাচারকারী চক্রটিকে গ্রেফতারের জন্য পুলিশের চৌকশ টিম কাজ করে যাচ্ছে। আটক চীনা নাগরিক সহ নারী পাচারকারী চক্রের আটককৃত নারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

প্রথমবারের মতো চীনে পাচারকারী চক্রের চীনা নাগরিক সহ আটক-২

প্রকাশিত: ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
print news

 

সিএইচটি বার্তা ডেস্কঃ

 

পার্বত্য খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা থেকে পাহাড়ি যুবতী সুন্দরী নারীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা উচ্চ বেতনে চাকরির লোভ দেখানো সহ নারী পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ নারী পাচারকারী চক্রের জড়িত এক মহিলাকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

 

রবিবার (৯ জুন) ভোরে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে অভিযান চালিয়ে জিসাও সুহুই (৩৪) চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে পাঁচ কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে পাচার চক্রের মূলহোতা সুমি চাকমা ওরফে হেলিকে (৩৬) গ্রেফতার করা হয়।

 

রবিবার (৯ জুন) বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এক প্রেসব্রিফিং-এ এসব তথ্য জানান। তিনি আরও জানান, অভিযুক্ত সুমি চাকমা বিভিন্ন লোভ দেখিয়ে খাগড়াছড়ির পানছড়ির বাসিন্দা এক কিশোরীকে চীনে যাওয়ার নানা প্রলোভন দেখান। এক পর্যায়ে সে রাজি হয়ে তার এক বান্ধবীকে অনুরোধ করলে তার বান্ধবীও চীনে যাওয়ার জন্য রাজি হয়। আটককৃত সুমির কথা অনুযায়ী গ্রামের বাড়ি খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্য আসেন এবং তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে কারোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ঘরে আটকে রাখা হয়।

 

পুলিশ সুপার মুক্তা ধর জানান, এসব ঘটনায় ভুক্তভোগীদের পরিবার অভিযোগ জানালে অভিযানে নামে পুলিশ। পরে ঢাকার উত্তরার ওই ফ্ল্যাট থেকে জিসাও সুহুই নামের এক চীনা নাগরিককে আটক করা হয়। এ সময় ঐ ফ্ল্যাটে আটকে রাখা মোট পাঁচজন কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোরীর ২ জন খাগড়াছড়ির ও ৩ জন রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দা। তাদের বয়স ১৫-১৭ বছর বলে জানান তিনি।

 

নারী পাচারের জড়িত থাকা অন্যদেরকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তিদেরকে রিমান্ডের আবেদন করা হবে। যারা এই নারী পাচারে জড়িত অভিযুক্তকারীদেরকে রিমান্ডে এনে সকল তথ্য খতিয়ে দেখে বাকীদেরকে আটক করা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়। সংঘবদ্ধ প্রতারক এই নারী পাচারকারী চক্রটিকে গ্রেফতারের জন্য পুলিশের চৌকশ টিম কাজ করে যাচ্ছে। আটক চীনা নাগরিক সহ নারী পাচারকারী চক্রের আটককৃত নারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।