এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ
চট্টগ্রামে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়া কারণে পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে।
সে-জন্য শুক্রবার (১৩ সেপ্টেম্বর)২০২৪ ইংঃ বিকেল হতে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস কারি বাসিন্দাদের সরে যেতে নগরীর বিভিন্ন জায়গায় মাইকিং করেছে জেলা প্রশাসন।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আবদুল বারেক জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ২০২৪ ইংঃ বিকেল তিনটা থেকে শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত-এই ২৪ ঘণ্টায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির হিসেবে, চট্টগ্রামের ২৬টি পাহাড়ে ঝুঁকি নিয়ে ৬ হাজার ৫শ ৫৮টি পরিবারের প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করছে।এর মধ্যে ১৬টি পাহাড় সরকারি সংস্থার।বাকি ১০টি পাহাড় ব্যক্তি মালিকানাধীন।
২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জন মারা যাওয়ার পর পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।