হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে।
সোমবার (৭ এপ্রিল) সকালে জেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।
মিছিলে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন হাজারো ছাত্র-জনতা। এ সময় স্লোগান দেওয়া হয় ফিলিস্তিনের সমর্থনে।
সমাবেশে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আলআকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ইসলামের প্রথম কিবলা, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতা বিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক, পার্বত্য ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল, ছাত্রনেতা শিফাত প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক। তিনি বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা