সিএচটি বার্তা ডেস্ক সিএইচটি বার্তা
২৯ এপ্রিল ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুলের সমাহার ঘেরা কাপ্তাইয়ে ওয়াগ্গা – সাপছড়ি বৌদ্ধ বিহারটি

 

রিপন মারমা, কাপ্তাইঃ

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি বৌদ্ধ বিহারটি ১৯৯৩ সালে স্থাপন করা হয়। রুপাধন তনচংগ্যা ও রত্নসেন তনচংগ্যা এর দানকৃত ১ একর ভূমিতে বিহারটি শুরতেই ছন ও মৌলি বাঁশের বেড়া দিয়ে তৈরি করে পরে মাটির তারপর পাকা ভবন রুপান্তর করা হয়। উঠতেই বিহারের সামনে মোমবাতি ও আগরবাতি প্রজ্জ্বলন ঘর। এখানে বিহারে আগত পূণার্থীগণ নিজের ও পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় বুদ্ধের উদ্দেশ্যে মোমবাতি ও আগরবাতি প্রজ্জ্বলন করে থাকেন। এরপরে বিহারের পূর্ব কোণে রয়েছে সীমাঘর। বিহারের উত্তর কোণে নতুন করে তৈরি করা হয়েছে লাভী শ্রেষ্ঠ সিবলী অরর্হত বুদ্ধমুর্তি ও মার বিজয়ী অরর্হত বুদ্ধমুর্তি ঘর। এই প্রতিমূর্তির কিছু বিশেষত্ব আছে লাভী শ্রেষ্ঠ সিবলী অর্হতকে পূজা করলে ধন-সম্পদের অভাব হয় না। মার বিজয়ী অর্হতকে পূজা করলে দুঃখ – দূর্দশা হতে রেহাই পাওয়া যায়। পুরো বিহার স্থান জুড়ে রয়েছে ফল ও ফুলের সমাহার রং-বেরঙের নানা ফুল। একটু সামনে এগোতে মোমবাতি প্রজ্জলন ঘরের চারদিকে দৃষ্টিনন্দন নানারকম ফুলের শোভা পাচ্ছে। আশেপাশের যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র ও বর্ণাঢ্য ফুলের সমারোহ।

সমগ্র বিহার ঘুরে আরও দেখা গেছে, বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন টবে সাজানো ফুলের বাগান।

সাপছড়ি বৌদ্ধ বিহার কমিটি সাধারণ সম্পাদক অজিত কুমার তনচংগ্যা বলেন, আমাদের বৌদ্ধ বিহারে বৈচিত্র্য আনার প্রচেষ্টা চলছে। এর মধ্যে তৈরি হয়েছে লাভী শ্রেষ্ঠ শিবলী অহর্ত বুদ্ধমূর্তি ও মার বিজয়ী উপ-গুপ্ত অহর্ত বুদ্ধমূর্তি। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, এলাকার দায়ক-দায়িকা, সমাজের বিভিন্ন এলাকার দানশীল ব্যক্তিদের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে। বর্তমান বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভিক্ষু ও সাধারণ সম্পাদক অজিত কুমার তনচংগ্যা বিহারের এলাকায় বিভিন্ন ধরনের বাগান বিলাস এবং চল্লিশ প্রজাতির ফুলের চারা রোপন করা হয়। যেসব ফুলের শোভা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে, মুন লাইট জুয়েল, বাটার কার্প,রিফাল গেন্স,কপি বাটিক, গেইছা, চাকুরা, কোরাল মাসুরী,জবা, অলোকানন্দ, হাসনা হেনা, মাধবীলতা, রঙ্গন ইত্যাদি। প্রতিদিন প্রকৃতির সুশোভিত সবুজ বিহারে ঘুরতে আসেন সব বয়সের দর্শনার্থী ও পূর্ণাথীদের।

বিশেষ করে তরুণ-তরুণীরা। প্রকৃতির টানে ব্যস্ত সময়ে একটু অবসরে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন এখানে। যেখানে প্রকৃতির মধ্যে যুক্ত হয়েছে এই ফুলের বাগান।

প্রার্থনা করতে আসা দায়ক-দায়িকা জানান, ফুল দেখে মনটা হালকা হয়ে গেছে এবং রঙবেরঙে সাজানো  ফুল দিয়ে পূজা করেছি।

বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসেছি ছবিও তুলেছি।প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। পাহাড়ের উপরে এমন দৃশ্য যে কারো মন ভালো করে দেয়।

কথা হয় বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভিক্ষু’র সাথে তিনি বলেন, গতানুগতিকতা থেকে বেরিয়ে গেট থেকে শুরু করে বিহারের আশেপাশে শুরু করে ভেতরের অংশ সাজানো গোছানো ও পরিপাটি করে রাখার চেষ্টা করছি। বিহারের আনাচে-কানাচে ফুলগাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করেছি। এখানে স্থানীয় মানুষ এমনকি বিভিন্ন জায়গা থেকেও লোকজন দেখতে আসছেন। এসব সৌন্দর্য মানুষের মনকে আনন্দিত করে।

Facebook Comments

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কাপ্তাই ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জনগণকে সাথে নিয়েই ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে- আবদুল আলীম

আলীকদমে বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের

গোবিন্দগঞ্জে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের মতবিনিময় ও র‌্যালি অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে রহমত উল্লাহ খাঁজা’র পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান

গাইবান্ধার সাবেক ৫ এমপির নামে হত্যা চেষ্টার মামলা

বাঘাইছড়িতে ইমাম মুয়াজ্জিনদের দিনব্যাপী ও রিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বরকলে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বরকলের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ল্যাপটপ বিতরণ

১০

রাঙ্গামাটিতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত হয়েছে

১১

হালদার নদীতে অভিযানে ৫ চায়না জাল জব্দ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান

১২

গাইবান্ধায় এক সাথে ৬ ইউপি চেয়ারম্যান আটক

১৩

বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৪

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য কে নির্মমভাবে হত্যা সুস্থ বিচারের দাবিতে বাঙ্গালহালিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৫

বরকল উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে

১৬

কাপ্তাইয়ের লেয়ার জাতের মুরগীর খামার করে সফল উদ্যোক্তা মো: আব্দুর রহিম

১৭

বাঘাইছড়ি মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত

১৮

১৯

জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে- শারমিন জাহান

২০