মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই মে) বরকল উপজেলা পরিষদ হলরুমে আশিকা আস্থা প্রকল্পের উপজেলা পরামর্শদাতা বিহারি চাকমা সভাপতিত্ব করেন।
"সাম্প্রদায়িক-সম্প্রীতি অহিংসা মূলনীতি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুইজারল্যান্ডের সহায়তায় আস্থা প্রকল্পের অধীনে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর বাস্তবায়নে রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় বরকল আশিকা আস্থা প্রকল্পের মনিটরিং কর্মকর্তা রত্নজ্যোতি চাকমা, মাঠ কর্মী রিতা চাকমা,মাঠ সহযোগী টোকেন চাকমা ও বরকল কার্বারী এসোসিয়েশন এর সভাপতি নন্দ বিকাশ চাকমা ও বরকল উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা