মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
বরকল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে আউস প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ই মে) উপজেলা পরিষদের মিলনায়তনে প্রতিজন কৃষককে ৫ কেজি আউস বীজ ধানও ২০ কেজি করে রাসায়নিক সার মোট ৬৫০ কেজি আউস বীজ ধান, ২ হাজার ৬ শত কেজি সার ১৩০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, বরকল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা, ৪নং ভুষণছড়া ইউনিয়নে খুব্বাং ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রজ্ঞাজ্যোতি চাকমা,৫নং বড় হরিণা ইউনিয়নের বামে মহালছড়ি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নবদ্বীপ চাকমা, ৩নং আইমা ছড়া ইউনিয়নের কলাবুনিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিরজ্যোতি চাকমা, ২নং বরকল ইউনিয়নের নলবনিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন চক্রবর্তী,১নং সুবলং ইউনিয়ন পরিষদের বরুনাছড়ি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাফর আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা