প্রিন্স এডওয়ার্ড মাংসাং, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা শাখার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) জলছত্র শান্তি নিকেতন হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে র্যালী বের করা হয়। উক্ত অনুষ্ঠানে মি: থিওফিল মাজি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ ইয়াকুব আলী, উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাগাছাস এর কেন্দ্রীয় সংসদের সভাপতি মি: রেডক্লিফ ডিব্রা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগাছাস এর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মি: প্যাট্রিক চিসিম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাগাছাস এর কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৌরিন আরেং সেং।
এসময় অনুষ্টানে আরো উপস্থিতি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ মোঃ সজীব আহমেদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মি: উইলিয়াম দাজেল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও আজিয়ার সভাপতি শ্যামল মানখিনসহ আরো বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আহ্ববায়ক সদস্য সচিব বিপ্লব রেশমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে – বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) মধুপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিতে
সভাপতি থিওফিল মাঝি, সিনিয়র সহ-সভাপতি শিমন রিছিল, সাধারণ সম্পাদক বিপ্লব রেমা ও সাংগঠনিক সম্পাদক এলবিব খকশি নির্বাচিত হয়েছেন।