Dhaka , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির মতবিনিমিয় সভা অনুষ্টিত

print news

সামনে দুর্গাপূজা, চীবরদান ও বড়দিন উদযাপন উপলক্ষে

 

বিশেষ প্রতিবেদক, রাঙামাটিঃ

 

এই দেশ আমাদের সকলের, তাই এই দেশে আমরা আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় অনুষ্ঠানাধি নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিরাপদে ও শংকা মুক্ত এবং স্বাধীন ভাবে পালন করতে চাই। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশ আমার, মাটি আমার, তাই এদেশ ছেড়ে আমরা কোথাও যাবোনা। এই দেশে আমরা আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয়, রীতি-নীতি, সামাজিক অনুষ্ঠানাদি নির্বিঘ্নে নিরাপদে ও শংকামুক্ত ভাবেই পালন করতে চাই।

460672103 437850405428711 5189094077168104409 n

আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে সনাতন (হিন্দু) সম্প্রদায়ের আসন্ন দূর্গাপূজা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের দাননোত্তম কঠিন চীবর দান এবং বড় দিন উপলক্ষে “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে শারদীয় দূর্গাপূজা, কঠিন চীবর দান এবং বড় দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এই প্রথমবারের মতো আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন।

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন যীশু টিলার পেপটিকস চার্জ’র ফাদার মাাইকেল, বিহার গুলোর প্রতিনিধি সমীরন বড়ুয়া, রাজ বিহারের নবাশিষ চাকমা, জগদ্ধাত্রী বাড়ির সুজন কান্তি দে, ডিসি বাংলা পেপটিকস চার্জ’র সোহেল চাকমা, ভেদভেদী কালী মন্দির’র প্রাণেশ মজুমদার, গীতা শিক্ষা সমন্বয় কমিটির সোহেল সাহা, রিজার্ভ বাজার দূর্গা মন্দিরের শিব শংকর আইচ, শ্রীশ্রী নারায়ন মন্দিরের স্বপন দাশ, বাঃহিঃবৌঃখ্রীঃঐঃপঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার নেতৃবৃন্দ যথাক্রমে ইন্দ্র দত্ত তালুকদার, রবীন্দ্রনাথ মাস্টার, কুশল চৌধুরী, মহতী চাকমা, পলাশ কুসুম চাকমা, পঞ্জানন ভট্টাচার্য্য প্রমুখ।

 

460481431 1259758881705972 5367177915873036056 n 1

মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” জেলা কমিটির সাধারন সম্পাদক ইন্টু মনি তালুকদার।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির মতবিনিমিয় সভা অনুষ্টিত

প্রকাশিত: ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
print news

সামনে দুর্গাপূজা, চীবরদান ও বড়দিন উদযাপন উপলক্ষে

 

বিশেষ প্রতিবেদক, রাঙামাটিঃ

 

এই দেশ আমাদের সকলের, তাই এই দেশে আমরা আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় অনুষ্ঠানাধি নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিরাপদে ও শংকা মুক্ত এবং স্বাধীন ভাবে পালন করতে চাই। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশ আমার, মাটি আমার, তাই এদেশ ছেড়ে আমরা কোথাও যাবোনা। এই দেশে আমরা আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয়, রীতি-নীতি, সামাজিক অনুষ্ঠানাদি নির্বিঘ্নে নিরাপদে ও শংকামুক্ত ভাবেই পালন করতে চাই।

460672103 437850405428711 5189094077168104409 n

আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টারে সনাতন (হিন্দু) সম্প্রদায়ের আসন্ন দূর্গাপূজা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের দাননোত্তম কঠিন চীবর দান এবং বড় দিন উপলক্ষে “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে শারদীয় দূর্গাপূজা, কঠিন চীবর দান এবং বড় দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এই প্রথমবারের মতো আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন।

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন যীশু টিলার পেপটিকস চার্জ’র ফাদার মাাইকেল, বিহার গুলোর প্রতিনিধি সমীরন বড়ুয়া, রাজ বিহারের নবাশিষ চাকমা, জগদ্ধাত্রী বাড়ির সুজন কান্তি দে, ডিসি বাংলা পেপটিকস চার্জ’র সোহেল চাকমা, ভেদভেদী কালী মন্দির’র প্রাণেশ মজুমদার, গীতা শিক্ষা সমন্বয় কমিটির সোহেল সাহা, রিজার্ভ বাজার দূর্গা মন্দিরের শিব শংকর আইচ, শ্রীশ্রী নারায়ন মন্দিরের স্বপন দাশ, বাঃহিঃবৌঃখ্রীঃঐঃপঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার নেতৃবৃন্দ যথাক্রমে ইন্দ্র দত্ত তালুকদার, রবীন্দ্রনাথ মাস্টার, কুশল চৌধুরী, মহতী চাকমা, পলাশ কুসুম চাকমা, পঞ্জানন ভট্টাচার্য্য প্রমুখ।

 

460481431 1259758881705972 5367177915873036056 n 1

মতবিনিময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” জেলা কমিটির সাধারন সম্পাদক ইন্টু মনি তালুকদার।