বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়িঃ
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ।
মঙ্গলবার (১২ নভেম্বর, ২০২৪) খাগড়াছড়ি স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সিডার দাতা সংস্থার অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও প্রাক্তন মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা। এতে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মাহরুবা খানম এবং রাজেশ অধিকারী প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন, আর প্রশিক্ষণ পরিচালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা। প্রশিক্ষণে বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের ভূমিকা এবং স্বাস্থ্য অধিকার সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন নিয়ে নানা বিষয়ে গ্রুপ ওয়ার্ক করে গুরুত্বপূর্ণ ধারণা শেয়ার করেন এবং আইনটি কিভাবে নাগরিকদের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে পারে, তা বিশদে তুলে ধরা হয়। সেশনের শেষদিকে তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতায় সেরা তিন উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা বিজয়ীদের হাতে টুপি তুলে দেন, যার মধ্যে একজন নারীও ছিলেন।