নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারি কোর্য়াটারে ভয়াবহ আগুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (এসএস সিএইচটি) কার্যালয় সহ আলি আকবর হোসেন নামে এক সিএনজি চালকের বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্যমতে আগুনের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ১ টার দিকে আগুনের বিষয়টি স্থানীয়দের নজড়ে আসে। পরে সংবাদ পেয়ে পুলিশ, বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর যোগ দেয় দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস দলের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়দের দীর্ঘদিনের আক্ষেপ-অভিযোগ যে, দেশের সর্ব বৃহৎ উপজেলায় এখনো কোন ফায়ার স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি-কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। তাদের দাবি দ্রুত সময়ে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপন করা।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল- ‘২১ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোয়ার্টারে ভয়াবহ আগুন লেগে পাঁচটি কক্ষ বিশিষ্ট্য পুরো কার্যালয়টি সম্পূর্ন পুড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা