Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাঘাইছড়ির বঙ্গলতলিতে আর্থিক সহযোগীতা দিয়ে এক গৃহবধুর পাশে দাঁড়ালো ইউপিডিএফ

print news

 

 

রুপন চাকমা, বাঘাইছড়িঃ

 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে ভদ্রসেন চাকমার ছেলে আলো বিকাশ চাকমার বসত বাড়িটি সৌর বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছে পরিবারটি।

 

আজ মঙ্গলবার (১৯ মার্চ ) ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা ও সোহেল চাকমার নেতৃত্বে ১০ সদস্য একটি টিম ক্ষতিগ্রস্ত আলো বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহয়োগীতা ও ত্রাণ বিতরণ করেন।

 

ত্রাণ বিতরণ শেষে ইউপিডিএফের সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, ইউপিডিএফ রাজনৈতিক কর্মসুচির পাশাপাশি সাধারন ক্ষেতে খাওয়া জুম্ম জনগনের পাশে থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের চলাচলের সুবিধার্থে নানা উন্নয়ন মুলক কাজে নিয়োজিত রয়েছেন। আর্জেন্ট চাকমা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড থেকে যে বরাদ্দ গুলো আসে সেগুলো খুবই সীমিত এবং সে সমস্ত বরাদ্দ গুলো ঠিকমত পাহাড়ে সুবিধাবঞ্চিত মানুষের কপালে জুটেনা বলে আর্জেন্ট চাকমা জানান।  431297991 7321210457916091 2433404909832269019 n 1

 

এদিকে ইউপিডিএফের এমন মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা। ত্রাণের মধ্যে ছিল ঢেউটিন, হাড়ি পাতিল, কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী বিকাল ৩ টার দিকে ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের উত্তর বঙ্গলতলি ভদ্রসেন চাকমার ছেলে আলো বিকাশ চাকমার আধাঁপাঁকা টিনসেড, টিনের বাড়িতে সৌর বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ৩টি কক্ষসহ যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। আগুন লাগার পরপরই আশেপাশে লোকজন আগুন নিভানোর চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি।

 

ক্ষতিগ্রস্ত আলো বিকাশ চাকমা জানান, আগুন তার বসতবাড়ি ৩টি কক্ষসহ ঘরে রাখা যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও জানান, পরনে যা ছিলো এছাড়া আর কোন কিছুই রক্ষা করতে পারেনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন মানুষের দেওয়া কাপড় চোপড়া পরিধান করছি। আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছি।

431382707 3476424226003040 5781366182423925902 n

 

 

আগুন লাগার ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি ইউনিটের ইউপিডিএফের সংগঠক আর্জেন্ট চাকমাসহ ৫ সদস্য একটি টিম আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে ঘর সংস্কার করার জন্য ঢেউটিন প্রদানের আশ্বস্থ করেন।

 

আলো বিকাশ চাকমার সহধর্মীনি পুর্বা চাকমা সিএইচটি বার্তা কম প্রতিনিধি এক সাক্ষাতকারে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আর্থিকও বাড়ি নির্মাণের জন্য ৩৫নং বঙ্গলতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিলেও এখনো কোন সুফল পায়নি বলে জানান।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

বাঘাইছড়ির বঙ্গলতলিতে আর্থিক সহযোগীতা দিয়ে এক গৃহবধুর পাশে দাঁড়ালো ইউপিডিএফ

প্রকাশিত: ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
print news

 

 

রুপন চাকমা, বাঘাইছড়িঃ

 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে ভদ্রসেন চাকমার ছেলে আলো বিকাশ চাকমার বসত বাড়িটি সৌর বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছে পরিবারটি।

 

আজ মঙ্গলবার (১৯ মার্চ ) ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্ট ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা ও সোহেল চাকমার নেতৃত্বে ১০ সদস্য একটি টিম ক্ষতিগ্রস্ত আলো বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহয়োগীতা ও ত্রাণ বিতরণ করেন।

 

ত্রাণ বিতরণ শেষে ইউপিডিএফের সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, ইউপিডিএফ রাজনৈতিক কর্মসুচির পাশাপাশি সাধারন ক্ষেতে খাওয়া জুম্ম জনগনের পাশে থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের চলাচলের সুবিধার্থে নানা উন্নয়ন মুলক কাজে নিয়োজিত রয়েছেন। আর্জেন্ট চাকমা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড থেকে যে বরাদ্দ গুলো আসে সেগুলো খুবই সীমিত এবং সে সমস্ত বরাদ্দ গুলো ঠিকমত পাহাড়ে সুবিধাবঞ্চিত মানুষের কপালে জুটেনা বলে আর্জেন্ট চাকমা জানান।  431297991 7321210457916091 2433404909832269019 n 1

 

এদিকে ইউপিডিএফের এমন মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা। ত্রাণের মধ্যে ছিল ঢেউটিন, হাড়ি পাতিল, কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী বিকাল ৩ টার দিকে ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের উত্তর বঙ্গলতলি ভদ্রসেন চাকমার ছেলে আলো বিকাশ চাকমার আধাঁপাঁকা টিনসেড, টিনের বাড়িতে সৌর বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে ৩টি কক্ষসহ যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। আগুন লাগার পরপরই আশেপাশে লোকজন আগুন নিভানোর চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি।

 

ক্ষতিগ্রস্ত আলো বিকাশ চাকমা জানান, আগুন তার বসতবাড়ি ৩টি কক্ষসহ ঘরে রাখা যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরও জানান, পরনে যা ছিলো এছাড়া আর কোন কিছুই রক্ষা করতে পারেনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন মানুষের দেওয়া কাপড় চোপড়া পরিধান করছি। আমি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছি।

431382707 3476424226003040 5781366182423925902 n

 

 

আগুন লাগার ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি ইউনিটের ইউপিডিএফের সংগঠক আর্জেন্ট চাকমাসহ ৫ সদস্য একটি টিম আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে ঘর সংস্কার করার জন্য ঢেউটিন প্রদানের আশ্বস্থ করেন।

 

আলো বিকাশ চাকমার সহধর্মীনি পুর্বা চাকমা সিএইচটি বার্তা কম প্রতিনিধি এক সাক্ষাতকারে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আর্থিকও বাড়ি নির্মাণের জন্য ৩৫নং বঙ্গলতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিলেও এখনো কোন সুফল পায়নি বলে জানান।