মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলার সর্ববৃহৎ উপজেলা খ্যাত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ২য় বারের মত আবারো স্থগিত করা হয়েছে।
পূর্বনির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামীকাল ৯ জুন, রোজ রবিবার উক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইহার আগে বিগত ২৯মে, ২০২৪ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়। হঠাৎ করে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিস তার নিজস্ব ফেসবুক আইডিতে আজ ৮ জুন, শনিবার সকাল ১১:০০ ঘটিকায় একটি ফেসবুক ষ্ট্যাটাস দেন। ষ্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল
অনিবার্য কারণবশত মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। কি কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে এখনো চিঠি আমাদের কাছে আসেনি। চিঠি আসলে বিস্তারিত বলতে পারবো। বাঘাইছড়ি উপজেলা নির্বাচনী কেন্দ্রগুলোর মধ্যে ৬ টি হেলিস্যুটি কেন্দ্র ছিল। তারমধ্যে ৩টি কেন্দ্রে অলরেডি মালামালসহ দায়িত্বপ্রাপ্তরা চলে গেছে। তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারকে মুঠোফোনে কল ঢুকলেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন জানান, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। কি কারণে স্থগিত করা হয়েছে চিঠি আসলে বলতে পারবো।
গঙ্গারাম ভাইবোন ছড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার সুজয় চাকমা জানান, আমরা ৭ জুন, শুক্রবার হেলিতে করে গঙ্গারাম ভাইবোন ছড়া কেন্দ্রে নির্বাচনী ডিউটিতে এসেছি।
উল্লেখ্য যে, রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কি.মি. নামক স্থানে দুর্বৃত্তের গুলিতে ৮ জন নিহত হয় এবং আহত হয় ৩৩ জন। তাদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক ও পোলিং অফিসার ফুলকুমারি চাকমাসহ অনেকে পঙ্গুত্ব বরন করেন।