প্রিন্স এডওর্য়াড মাংসাং, টাঙ্গাইল প্রতিনিধিঃ
হাজার বছরের ঝরা পাতা বন প্রাকৃতিক ভাবে বেড়ে উঠা মধুপুরের শালগাজারি বন আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। সেকারণে প্রাকৃতিক বন এবং প্রাণী বৈচিত্র্য তার সৌন্দর্য হারাচ্ছে। বনজ সম্পদ হ্রাস পাওয়ায়, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে অতিরিক্ত গরম, অতি ক্ষরা, অনাবৃষ্টি, বন্যা জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। সাবেক কৃষিমন্ত্রী ডঃ মহাম্মদ আব্দুর রাজ্জাক এমপির আন্তরিকতা এবং আপ্রাণ চেষ্টা করেও বন রক্ষা করা সম্ভব হচ্ছে না।
এই ব্যাপারে মধুপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, আদিবাসী প্রতিনিধিগণ এবং বন বিভাগের সৎ পরিশ্রমী কর্মকর্তাগণের আন্তরিকতা সত্ত্বেও জনবলের কারণে বন রক্ষা করা সম্ভব হচ্ছে না। কিছু অসাধু দুঃষ্কৃতিকারী প্রাকৃতিক বন উজার করে সেখানে বিভিন্ন ধরনের ফসল আদা, কচু, আনারস, কলা চাষ আবাদ করে চলেছে। তাতে দিন দিন প্রাকৃতিক বন সংকুচিত হয়ে আসছে।
প্রাকৃতিক শাল গজারির বন যাতে আর সংকুচিত না হয় সে কারণে জনসাধারণের সচেতনতার লক্ষ্যে “বাঙালি আদিবাসী ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে উত্তর জাঙ্গালিয়ার উজাড় হওয়া স্থানে বৃক্ষরোপণ অভিযান চালিয়েছে। বৃক্ষরোপণ অভিযানে বাঙালি আদিবাসী ঐক্য পরিষদের পাশাপাশি শত শত জনসাধারণ ও আদিবাসী সমাজ স্বেচ্ছায় অংশগ্রহণ করে এবং সবার মুখে একটি দাবি ছিল, মধুপুরের বন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।