ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম… এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ ১৯ মিনিটের কালজয়ী ভাষণ। কালজয়ী ভাষণের শেষ কটি শব্দমালা। ঐতিহাসিক ভাষণের আটটি শব্দের শেষ দুটি লাইন হয়ে গেল সাত কোটি মানুষের মনের ভাষা, এই ভাষণ মুক্তিকামী বাংলার জনগণের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র।
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার দ্বিতীয় প্রাণকেন্দ্র ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ও বিজয় অর্জনের-৭১ স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ও গুরুত্ব স্মরণে আজ ঐতিহাসিক ৭মার্চ উদযাপিত হয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোজ বৃহস্পতিবার সকাল ৯টা ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে,বাঙ্গালহালিয়া কলেজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উক্ত কর্মসূচিতে রাজস্তলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য,গণমাধ্যম কর্মী,স্থানীয় নেতাকর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।