রাজস্হলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকার সময় “শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এবং নতুন বছর ,নতুন বই , নতুন বইয়ে হোক রঙ্গিন এই স্লোগানকে সামনে রেখে বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরিচালক প্রকৌশলী মংসুইখই মারমার সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান, রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, ইউপি সদস্য বাপ্পী দেব, শিক্ষক অংসাইনু মারমা, অনুমং মারমা,সুমন কান্তি দে, সুমন বড়ুয়াসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন বছরের বিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করার মহৎ উদ্যোগ হাতে নেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান ইউপি চেয়ারম্যান আদোমং মারমা।