Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়া সরকারী কলেজ উদ্যােগে আজীবন প্রতিষ্ঠাতা সদস্যদের স্ণরণে ও স্বন্মাননা ক্রেস্ট প্রদান

  • চাইথোয়াইমং মারমা
  • প্রকাশিত: ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
print news

 

ভ্রামাণ্য প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা সর্বপ্রথম একমাত্র প্রতিষ্ঠিত বাঙ্গালহালিয়া সরকারী কলেজ উদ্যােগের প্রতিষ্ঠাতা সদস্যদের স্ণরনে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আজ বৃগস্পতিবার (৮ ফেরুরায়ী) সকাল ১১টায় কলেজ আইসিটি নতুন ভবন হলরুমে প্রতিষ্ঠাতা সদস্যদেরকে নিয়ে শোকাহত ও সন্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভায় উঃ খেমাচারা মহাথেরো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সহকারী পরিচালক দুদক চট্রগ্রাম বিভাগীয় কার্যালয় অংটি চৌধুরী, ১০নং পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো: জাফর আহমদ, অধ্যক্ষ মো: রফিক মিয়া, আইসি মো: আবদুর রহমান সহ কলেজের প্রভাষক সহযোগী অধ্যাপক কর্মকর্তা কর্মচারী ও প্রতিষ্ঠাতা প্রয়াত সদস্য পরিবারবর্গ এবং স্থানীয় সমাজসেবক প্রেসক্লাবের সহ সভাপতি চাইথোয়াইমং মারমা সহ ছাত্র-ছাত্রীবৃন্দরা।

421425020 3302784053347846 4839922677031410062 n

এ কলেজের মূল প্রতিষ্ঠাতা কায়িক শ্রম ও অর্থ অনুদান সহ ভূমিদাতা এর মধ্যে ৩২০নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান সাবেক চেয়ারম্যান প্রয়াত ক্যমং চৌধুরী, সাবেক মেম্বার প্রয়াত মনিন্দ্র তংঞ্চঙ্গ্যা, বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মোঃ রফিক আহমেদ। দুপুর ১২:৩০মিনিটে সকলে দাঁড়িয়ে প্রতিষ্ঠাতা সদস্য তিনজন স্ণরণের এক মিনিট শোকাহত নিরবতা পালন করা হয়।

শোকাহত সন্মাননা স্ণরণে বক্তারা বলেন, এই কলেজ পিছনে যারা প্রতিষ্ঠাতা লগ্নে অবদান রেখেছেন এরা নেই তাদের অবদান কোনদিন ভূলতে পারবেনা। এবং স্ণৃতিটুকু অমরে চির উজ্জ্বল সুহৃদয়ের রাখছি। আজ প্রায় ৩০ বছর পর সরকারী কলেজ রুপান্তরিত এলাকার ঘরে ঘরে শিক্ষা আলোকিত জ্বলে উঠেছে। আগামীতে আরো এলাকা নতুন নতুন তৈরি করতে সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। এতে কিছু সংক্ষিপ্ত এলাকার গণ্যমান্য ব্যক্তির্বগের অবদান ইতিহাস শিক্ষার্থীদের উদ্দেশ্য তুলে ধরা হয়।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বিলাইছড়িতে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

বাঙ্গালহালিয়া সরকারী কলেজ উদ্যােগে আজীবন প্রতিষ্ঠাতা সদস্যদের স্ণরণে ও স্বন্মাননা ক্রেস্ট প্রদান

প্রকাশিত: ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
print news

 

ভ্রামাণ্য প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা সর্বপ্রথম একমাত্র প্রতিষ্ঠিত বাঙ্গালহালিয়া সরকারী কলেজ উদ্যােগের প্রতিষ্ঠাতা সদস্যদের স্ণরনে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আজ বৃগস্পতিবার (৮ ফেরুরায়ী) সকাল ১১টায় কলেজ আইসিটি নতুন ভবন হলরুমে প্রতিষ্ঠাতা সদস্যদেরকে নিয়ে শোকাহত ও সন্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভায় উঃ খেমাচারা মহাথেরো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সহকারী পরিচালক দুদক চট্রগ্রাম বিভাগীয় কার্যালয় অংটি চৌধুরী, ১০নং পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো: জাফর আহমদ, অধ্যক্ষ মো: রফিক মিয়া, আইসি মো: আবদুর রহমান সহ কলেজের প্রভাষক সহযোগী অধ্যাপক কর্মকর্তা কর্মচারী ও প্রতিষ্ঠাতা প্রয়াত সদস্য পরিবারবর্গ এবং স্থানীয় সমাজসেবক প্রেসক্লাবের সহ সভাপতি চাইথোয়াইমং মারমা সহ ছাত্র-ছাত্রীবৃন্দরা।

421425020 3302784053347846 4839922677031410062 n

এ কলেজের মূল প্রতিষ্ঠাতা কায়িক শ্রম ও অর্থ অনুদান সহ ভূমিদাতা এর মধ্যে ৩২০নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান সাবেক চেয়ারম্যান প্রয়াত ক্যমং চৌধুরী, সাবেক মেম্বার প্রয়াত মনিন্দ্র তংঞ্চঙ্গ্যা, বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মোঃ রফিক আহমেদ। দুপুর ১২:৩০মিনিটে সকলে দাঁড়িয়ে প্রতিষ্ঠাতা সদস্য তিনজন স্ণরণের এক মিনিট শোকাহত নিরবতা পালন করা হয়।

শোকাহত সন্মাননা স্ণরণে বক্তারা বলেন, এই কলেজ পিছনে যারা প্রতিষ্ঠাতা লগ্নে অবদান রেখেছেন এরা নেই তাদের অবদান কোনদিন ভূলতে পারবেনা। এবং স্ণৃতিটুকু অমরে চির উজ্জ্বল সুহৃদয়ের রাখছি। আজ প্রায় ৩০ বছর পর সরকারী কলেজ রুপান্তরিত এলাকার ঘরে ঘরে শিক্ষা আলোকিত জ্বলে উঠেছে। আগামীতে আরো এলাকা নতুন নতুন তৈরি করতে সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। এতে কিছু সংক্ষিপ্ত এলাকার গণ্যমান্য ব্যক্তির্বগের অবদান ইতিহাস শিক্ষার্থীদের উদ্দেশ্য তুলে ধরা হয়।