Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান – ২০২৪

print news

 

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

 

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে উদ্যােগের আচরিয়া গুরুপূজা অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ ডিসেম্বর শনিবার হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রা ঙ্গণে আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানের প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পরম পূজনীয় মহাসংঘনায়ক ভদন্ত আসাবা মহাথের। এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত নাইন্দাওয়াসা মহাথের সহ তিন পার্বত্য জেলা হতে বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রধান অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।

 

এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানে মোট ভিক্ষু ভান্তে ১৩৭ জন মহাথের ছিলেন। ধর্মদেশনায় সূত্র পাঠ গৌতম বুদ্ধের ত্রিপিটক জাতক সকলে উপাসক উপাসিকা উদ্দেশ্য দেশনায় দেন মংডু বিহার মহাথেরো। বিকাল ৩ টায় অথিথি ভান্তে বা ভিক্ষুরা সারিবদ্ধ করে যার যার আসন গ্রহণ করেন। অতিথি ভিক্ষু ভান্তেদেরকে বুদ্ধধর্মালম্বীরা উপাসক উপাসিকারা ২ হাত প্রার্থনা করে প্রণাম করা হয়। এ ধর্মীয় অনুষ্ঠানে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান বা দায়ক আদোমং মারমা স্বাগত বক্তব্য রাখেন। এলাকার বিভিন্ন এলাকার হতে আগত দায়ক দায়িকাসহ স্থানীয় দায়ক দায়িকারা শত শত উপস্থিত ছিলেন।

 

এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান হচ্ছে, গৌতম বুদ্ধের বাণী অনুসারী সিনিয়র প্রবীন গুরুভান্তে মহাথেরকে ফুল পূজা, আহার পূজা, প্রদীপ জ্বল পূজা সহ দানের মাধ্যমে আচরিয়া পূজা করা হয়। এরপর দায়ক দায়িকারা সকল মহাথের ভান্তে অতিথিদেরকে আহার পূজা দান প্রদীপ পূজা ছোয়াং সহ ফুল পূজা দান করতে দেখা যায়। দক্ষিণঅঞ্চলে রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা সর্ব প্রথম বড় ধরনের হেডম্যান পাড়া কেন্দীয় বৌদ্ধ বিহার দায়ক দায়িকা আয়োজন আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মংডু বিহার মহাথের দেশনায় ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল জাতি সম্প্রদায় উপর শান্তি শৃঙ্খলা পরিবেশের বসবাস করুক এটা গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করা হয়। সব্বে সত্তা সুখীতা হোন্ত, জগতের সকল প্রাণী সুখী হউক। সাধু সাধু সাধু শেষে পঞ্চশীল ও অস্টশীল প্রার্থণার মধ্যে দিয়ে আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান শান্তিপূর্ণ  ভাবে সম্পন্ন করা হয়েছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান – ২০২৪

প্রকাশিত: ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
print news

 

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

 

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে উদ্যােগের আচরিয়া গুরুপূজা অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ ডিসেম্বর শনিবার হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রা ঙ্গণে আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানের প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পরম পূজনীয় মহাসংঘনায়ক ভদন্ত আসাবা মহাথের। এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত নাইন্দাওয়াসা মহাথের সহ তিন পার্বত্য জেলা হতে বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রধান অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।

 

এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠানে মোট ভিক্ষু ভান্তে ১৩৭ জন মহাথের ছিলেন। ধর্মদেশনায় সূত্র পাঠ গৌতম বুদ্ধের ত্রিপিটক জাতক সকলে উপাসক উপাসিকা উদ্দেশ্য দেশনায় দেন মংডু বিহার মহাথেরো। বিকাল ৩ টায় অথিথি ভান্তে বা ভিক্ষুরা সারিবদ্ধ করে যার যার আসন গ্রহণ করেন। অতিথি ভিক্ষু ভান্তেদেরকে বুদ্ধধর্মালম্বীরা উপাসক উপাসিকারা ২ হাত প্রার্থনা করে প্রণাম করা হয়। এ ধর্মীয় অনুষ্ঠানে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান বা দায়ক আদোমং মারমা স্বাগত বক্তব্য রাখেন। এলাকার বিভিন্ন এলাকার হতে আগত দায়ক দায়িকাসহ স্থানীয় দায়ক দায়িকারা শত শত উপস্থিত ছিলেন।

 

এ আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান হচ্ছে, গৌতম বুদ্ধের বাণী অনুসারী সিনিয়র প্রবীন গুরুভান্তে মহাথেরকে ফুল পূজা, আহার পূজা, প্রদীপ জ্বল পূজা সহ দানের মাধ্যমে আচরিয়া পূজা করা হয়। এরপর দায়ক দায়িকারা সকল মহাথের ভান্তে অতিথিদেরকে আহার পূজা দান প্রদীপ পূজা ছোয়াং সহ ফুল পূজা দান করতে দেখা যায়। দক্ষিণঅঞ্চলে রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা সর্ব প্রথম বড় ধরনের হেডম্যান পাড়া কেন্দীয় বৌদ্ধ বিহার দায়ক দায়িকা আয়োজন আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মংডু বিহার মহাথের দেশনায় ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল জাতি সম্প্রদায় উপর শান্তি শৃঙ্খলা পরিবেশের বসবাস করুক এটা গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করা হয়। সব্বে সত্তা সুখীতা হোন্ত, জগতের সকল প্রাণী সুখী হউক। সাধু সাধু সাধু শেষে পঞ্চশীল ও অস্টশীল প্রার্থণার মধ্যে দিয়ে আচরিয়া গুরুপূজা অনুষ্ঠান শান্তিপূর্ণ  ভাবে সম্পন্ন করা হয়েছে।