নিজস্ব প্রতিবেদকঃ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মাহত্যার পথ বেচে নিয়েছেন এক যুবক। নিহত ব্যক্তির নাম থুইমং মার্মা (৪৫)। তার বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার ঘিলাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহাজন পাড়া গ্রামের চিংহ্লামং মারমার ছেলে বলে জানা যায়।
পারিবারিক সুত্রে জানাগেছে, নিহত ব্যক্তি বেসরকারি একটি এনজিও থেকে পারিবারিক কাজে লোন নেন। সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় দিন দিন কিস্তির পরিমাণ বাড়তে থাকে। ঋণের পরিমাণ বৃদ্ধিতে দায় সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে জানান নিহত ব্যক্তির পরিবার।
সূত্রে আরও জানা যায়, আজ বৃহস্থপতিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯.০০ ঘটিকার সময় হঠাৎ বসতঘরের ছাদের বিমের সাথে গলায় রসি প্যাচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে থুইমং-কে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনসারুল ইসলাম জানান, পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।