নিজস্ব (বান্দরবান) প্রতিবেদকঃ
বান্দরবান নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে এ সভাটি হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি পুরো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ও পরিস্থিতির উন্নয়নে সন্ত্রাসী তৎপরতাসহ চাঁদাবাজি বন্ধে খুব শিগগির আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কেউ যাতে চাঁদাবাজি করে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করতে না পারে তার জন্য সবাইকে সচেতন হতে হবে। পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন, শিক্ষা ও পরিবেশের উন্নয়নসহ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করবো।
তিনি আরো বলেন, পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়নের পাশাপাশি এই এলাকার শিক্ষা ও পরিবেশের উন্নয়নকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে যাব এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করবো। বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ ৩ পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ও সদস্য নিয়োগও খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ের সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহসহ বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।