Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে আওয়ামী লীগের সভাপতিসহ ২৮ নেতার বিরুদ্ধে মামলা

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
print news

 

 

নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ

 

বান্দরবানে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ ২৮ নেতা-কর্মী বিরুদ্ধে মামলা করা হয়েছে। বান্দরবানে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে সরকারি বেসরকারি সম্পদ ক্ষতিসাধনসহ বেআইনীভাবে মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে প্রাণনাশের হুমকি প্রদান এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের অভিযোগে পৌর এলাকার শেরেবাংলা নগরের ওয়াব্দা ব্রিজ এলাকার বাসিন্দা মো. শামীম হোসেন নামে এক ব্যাক্তি বাদী হয়ে বান্দরবান সদর থানায় এ মামলা দায়ের করেন।

 

অন্যান্য অভিযুক্ত আসামিরা হলেন, মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, চৌধুরী প্রকাশ বড়ুয়া, রাজু বড়ুয়া, ফারুক আহম্মেদ ফাহিম, উমর ফারুক, হাকিম, আবু তৈয়ব চৌধুরী, মোহাম্মদ আরিফ, মো. তারেকুল ইসলাম, কাঞ্চন তংঞ্চঙ্গ্যা, রাশেদ চৌধুরী, অজিত কান্তি দাশ, মো. মহিউদ্দিন, আকাশ চৌধুরী, সাদ্দাম হোসেন, কাউন্সিলর উমর ফারুক, রফিকুল ইসলাম, আলমগীর ড্রাইভার, নুর মোহাম্মদ কালু, মোহাম্মদ নুরু, মোঃ হানিফ, আক্কাস আলী, আবু তাহের ওরফে মুরগী তাহের, মো. ইসমাইলসহ অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জন রয়েছে।

 

মামলার এজাহার অনুযা্য়ী জানা যায়, গত ১৬ জুলাই বিকাল ৩ টার দিকে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা একটি মানববন্ধন আয়োজন করেন। এসময় অভিযুক্ত আসামীরা প্রত্যেকে বিভিন্ন ধরনের দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে এবং ককটেল হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে হামলার চেষ্টা করে। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে ছত্র ভঙ্গ করার জন্য ক্যাশৈহ্লা, মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, চৌধুরী প্রকাশ বড়ুয়াদের নির্দেশে প্রত্যেকে তাদের হাতে থাকা একটি করে ককটেল বিস্ফোরন ঘটিয়ে ঘটনাস্থলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এবং এক পর্যায়ে আসামীগণ মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রজনতার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা করে।

 

অভিযুক্ত আসামী শৌরভ দাশ শেখর ও চৌধুরী প্রকাশ বড়ুয়া তাদের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম মোঃ মনির উদ্দিনকে আঘাত জখম করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের ২৮ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা সেটি আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

বান্দরবানে আওয়ামী লীগের সভাপতিসহ ২৮ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
print news

 

 

নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ

 

বান্দরবানে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ ২৮ নেতা-কর্মী বিরুদ্ধে মামলা করা হয়েছে। বান্দরবানে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে সরকারি বেসরকারি সম্পদ ক্ষতিসাধনসহ বেআইনীভাবে মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে প্রাণনাশের হুমকি প্রদান এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের অভিযোগে পৌর এলাকার শেরেবাংলা নগরের ওয়াব্দা ব্রিজ এলাকার বাসিন্দা মো. শামীম হোসেন নামে এক ব্যাক্তি বাদী হয়ে বান্দরবান সদর থানায় এ মামলা দায়ের করেন।

 

অন্যান্য অভিযুক্ত আসামিরা হলেন, মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, চৌধুরী প্রকাশ বড়ুয়া, রাজু বড়ুয়া, ফারুক আহম্মেদ ফাহিম, উমর ফারুক, হাকিম, আবু তৈয়ব চৌধুরী, মোহাম্মদ আরিফ, মো. তারেকুল ইসলাম, কাঞ্চন তংঞ্চঙ্গ্যা, রাশেদ চৌধুরী, অজিত কান্তি দাশ, মো. মহিউদ্দিন, আকাশ চৌধুরী, সাদ্দাম হোসেন, কাউন্সিলর উমর ফারুক, রফিকুল ইসলাম, আলমগীর ড্রাইভার, নুর মোহাম্মদ কালু, মোহাম্মদ নুরু, মোঃ হানিফ, আক্কাস আলী, আবু তাহের ওরফে মুরগী তাহের, মো. ইসমাইলসহ অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জন রয়েছে।

 

মামলার এজাহার অনুযা্য়ী জানা যায়, গত ১৬ জুলাই বিকাল ৩ টার দিকে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা একটি মানববন্ধন আয়োজন করেন। এসময় অভিযুক্ত আসামীরা প্রত্যেকে বিভিন্ন ধরনের দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে এবং ককটেল হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে হামলার চেষ্টা করে। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে ছত্র ভঙ্গ করার জন্য ক্যাশৈহ্লা, মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, চৌধুরী প্রকাশ বড়ুয়াদের নির্দেশে প্রত্যেকে তাদের হাতে থাকা একটি করে ককটেল বিস্ফোরন ঘটিয়ে ঘটনাস্থলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এবং এক পর্যায়ে আসামীগণ মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রজনতার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা করে।

 

অভিযুক্ত আসামী শৌরভ দাশ শেখর ও চৌধুরী প্রকাশ বড়ুয়া তাদের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম মোঃ মনির উদ্দিনকে আঘাত জখম করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের ২৮ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা সেটি আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।