রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানে পাহাড়ের গহীন অরন্যে সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে স্বশস্ত্র সন্ত্রাসী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) দলের তিন সদস্য নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সেনাবাহিনী অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে বলে জানা যায়।
৪.১১.২০২৪ইং তারিখ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফ-এর গোপন আস্তানার সন্ধান পায়। পরে সেনাবাহিনীর সদস্যের সাথে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। একসাথে কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি মুঠোফোনে জানান, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কুত্তা ঝিরি নামক স্থানে কেএনএফের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে বলে শুনেছি। তবে এখনো অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গগত, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতিসহ অস্ত্র লুট করার পর থেকে কেএনএফ এর বিরুদ্ধে পাহাড়ে যৌথবাহিনীর অভিযান শুরু হয়।