Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে ঘুরতে আসা পর্যটকবাহী বাস উল্টে ৩২ জন আহত।

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে
print news

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে বেড়াতে আসা পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ ৩২ জন পর্যটক গুরুতর আহত হয়েছে।
আজ (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার রেইছা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢালু রাস্তায় নামার সময় এই ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, জিয়াবুল নাহার(৪৫), উম্মে হানি(২৮), মৌসুমী আক্তার(২৮), আরোফা বেগম(৫০), মো. মুন্না (২৬), তাজিন (৫), নকি (৩),আরোয়া (৫), আবিরা(৪), ওমর ফারুক(২৯), তাহেরা (৫২), জান্নাতুল ফেরদৌস (৪০), মো. মঈনুদ্দিন (৩৬), তাসলিমা আক্তারসহ (৩৮) অর্ধশত আহত হয়েছেন। তারা সবাই চট্টগ্রাম আগ্রাবাদ বেপারী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।
দূর্ঘটনায় আহতদের বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বাসে থাকা কয়েকজন পর্যটক জানান, চট্টগ্রাম আগ্রাবাদ বেপারী পাড়া এলাকা থেকে শিশুসহ ৫৫ জনের একটি গ্রুপ বান্দরবান ভ্রমণে আসেন। বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণের পরে আজ চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন। এ সময় বান্দরবান-কেরানীহাট সড়কে রেইছা চেক পোষ্ট সংলগ্ন এলাকায় ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। এ সময় বাসে থাকা নারী-পুরুষ, শিশুসহ আহত হয়।
বান্দরবান সদর হাসপাতালে ডা. দিদারুল আলম জানান, পর্যটকবাহী বাস দূর্ঘটনায় আহত ৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
আহত পর্যটক দিদারুল আলম ও সোখিনা আক্তার বলেন, শুক্রবার সকালে বাসে যোগে চট্টগ্রামের আগ্রাবাদ বেপারি পাড়া থেকে ৫৫ জনের পর্যটকদের নিয়ে বান্দরবানের আসে বাসটি। বেড়ানো শেষে চট্টগ্রামে উদ্দ্যেশ্যে রওনা দিলে পাহাড়ি ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এই ঘটনায় বাসের ভিতরে থাকা শিশুসহ অনেকজন আহত হয়।
এদিকে খবর পেয়ে আহত পর্যটকদের দেখতে ছুটে যান বান্দরবান পৌর মেয়র শামসুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা অনেকে।
ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বাস উল্টে বেশ কয়েকজন শিশুসহ গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বান্দরবানে ডেপুটি সিভিল সার্জন ডা. নয়ন সালাউদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা জন্য শিশুসহ ৬ জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তবে এ ঘটনায় অধিকাংশ শিশুরা গুরুতর আহত হয়।

Tag :
জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে ঘুরতে আসা পর্যটকবাহী বাস উল্টে ৩২ জন আহত।

প্রকাশিত: ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
print news

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে বেড়াতে আসা পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ ৩২ জন পর্যটক গুরুতর আহত হয়েছে।
আজ (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার রেইছা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢালু রাস্তায় নামার সময় এই ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, জিয়াবুল নাহার(৪৫), উম্মে হানি(২৮), মৌসুমী আক্তার(২৮), আরোফা বেগম(৫০), মো. মুন্না (২৬), তাজিন (৫), নকি (৩),আরোয়া (৫), আবিরা(৪), ওমর ফারুক(২৯), তাহেরা (৫২), জান্নাতুল ফেরদৌস (৪০), মো. মঈনুদ্দিন (৩৬), তাসলিমা আক্তারসহ (৩৮) অর্ধশত আহত হয়েছেন। তারা সবাই চট্টগ্রাম আগ্রাবাদ বেপারী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।
দূর্ঘটনায় আহতদের বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বাসে থাকা কয়েকজন পর্যটক জানান, চট্টগ্রাম আগ্রাবাদ বেপারী পাড়া এলাকা থেকে শিশুসহ ৫৫ জনের একটি গ্রুপ বান্দরবান ভ্রমণে আসেন। বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণের পরে আজ চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন। এ সময় বান্দরবান-কেরানীহাট সড়কে রেইছা চেক পোষ্ট সংলগ্ন এলাকায় ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। এ সময় বাসে থাকা নারী-পুরুষ, শিশুসহ আহত হয়।
বান্দরবান সদর হাসপাতালে ডা. দিদারুল আলম জানান, পর্যটকবাহী বাস দূর্ঘটনায় আহত ৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
আহত পর্যটক দিদারুল আলম ও সোখিনা আক্তার বলেন, শুক্রবার সকালে বাসে যোগে চট্টগ্রামের আগ্রাবাদ বেপারি পাড়া থেকে ৫৫ জনের পর্যটকদের নিয়ে বান্দরবানের আসে বাসটি। বেড়ানো শেষে চট্টগ্রামে উদ্দ্যেশ্যে রওনা দিলে পাহাড়ি ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এই ঘটনায় বাসের ভিতরে থাকা শিশুসহ অনেকজন আহত হয়।
এদিকে খবর পেয়ে আহত পর্যটকদের দেখতে ছুটে যান বান্দরবান পৌর মেয়র শামসুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা অনেকে।
ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বাস উল্টে বেশ কয়েকজন শিশুসহ গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বান্দরবানে ডেপুটি সিভিল সার্জন ডা. নয়ন সালাউদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা জন্য শিশুসহ ৬ জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তবে এ ঘটনায় অধিকাংশ শিশুরা গুরুতর আহত হয়।