নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানে থানচিতে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন কেএনএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের চিংসং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার সকালে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের চিংসং পাড়ায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে গোপন সংবাদ পেয়ে যৌথবাহিনীর একটি দল অভিযানে যায়। এ সময় গুলিবর্ষণের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন কেএনএফ সন্ত্রাসী নিহত হয়। আর একজন কেএনএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাটি দুর্গম এলাকার হওয়ায় নিহত ও আটক কেএনএফ সদস্যের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, যৌথ বাহিনীর অভিযানে একজন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হচ্ছে। এ ঘটনায় আরও একজন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে। ওই ঘটনার পর সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান পরিচালনা করছে। এই অভিযানে এ পর্যন্ত ২২টি মামলায় ১০৯ জন গ্রেফতার হয়েছে। নিহত হয়েছে কেএনএফের সন্দেহভাজন সাত সদস্য।