বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে দশম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের সভা কক্ষে এই অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য। মোট ১৫ জনের সমন্বয়ে দশম অন্তর্বর্তীকালীন পরিষদের পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে।
আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করার সময় যোগদান পত্রে চেয়ারম্যান ও সদস্যরা স্বাক্ষর করে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এর কাছে যোগদানের অনুলিপি জমা দেন।
এসময় নবাগত সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক সদস্যরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ২০২৪ইং আওয়ামীলীগ সরকার পতনের পর বান্দরবান পার্বত্য পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং ১৪ সদস্যরা পালিয়ে গেলে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
পরে অন্তর্বর্তীকালীন সরকার পরিষদ ভেঙ্গে দিয়ে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে চেয়ারম্যান ও ১৪জন সদস্য নিযুক্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়।