Dhaka , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ নারী।

print news

হ্লাসিং থোয়াই মারমা, বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে উমেপ্রু (৩৪) মার্মার নামে এক মহিলা সকালে জমিতে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি কে বা কারা গুলি চালিয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়ার পাশে এ ঘটনা ঘটে।

 

আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার বড় মেয়ে ও বান্দরবান বালাঘাটা করুণাপুর পাড়ার রোমেল তঞ্চগ্যা স্ত্রী।

 

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পান এলাকাবাসীরা। ঘটনাস্থলে গিয়ে দেখে জমিতে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে এক নারী । পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।
আহত নারীর ভাই ক্যচিং নু বলেন, গতকাল তিনি স্বামীর বাড়ি বালাঘাটা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন।
সকালে পাড়ার পাশে শিম ক্ষেতে যাওয়ার সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে গ্রামবাসীরা উদ্ধার করে নিয়ে আসেন বান্দরবান সদর হাসপাতালে । প্রাথমিক চিকিৎসা শেষে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে।

 

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বলেন, হেমাগ্রী পাড়ায় সকালে এক মার্মা মহিলা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে জানা যায়নি কিভাবে গুলিবিদ্ধ হয়েছে।

 

রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী বলেন, খবর পেয়েছি সকালে জমিতে কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ হয়েছে । কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে বলা যাবে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ নারী।

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ নারী।

প্রকাশিত: ৩৬ মিনিট আগে
print news

হ্লাসিং থোয়াই মারমা, বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে উমেপ্রু (৩৪) মার্মার নামে এক মহিলা সকালে জমিতে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি কে বা কারা গুলি চালিয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়ার পাশে এ ঘটনা ঘটে।

 

আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার বড় মেয়ে ও বান্দরবান বালাঘাটা করুণাপুর পাড়ার রোমেল তঞ্চগ্যা স্ত্রী।

 

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পান এলাকাবাসীরা। ঘটনাস্থলে গিয়ে দেখে জমিতে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে এক নারী । পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।
আহত নারীর ভাই ক্যচিং নু বলেন, গতকাল তিনি স্বামীর বাড়ি বালাঘাটা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন।
সকালে পাড়ার পাশে শিম ক্ষেতে যাওয়ার সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে গ্রামবাসীরা উদ্ধার করে নিয়ে আসেন বান্দরবান সদর হাসপাতালে । প্রাথমিক চিকিৎসা শেষে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে।

 

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বলেন, হেমাগ্রী পাড়ায় সকালে এক মার্মা মহিলা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে জানা যায়নি কিভাবে গুলিবিদ্ধ হয়েছে।

 

রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী বলেন, খবর পেয়েছি সকালে জমিতে কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ হয়েছে । কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে বলা যাবে।