হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা চিংসামং প্রকাশ রাহুল তংঞ্চঙ্গ্যাকে আটক করা হয়। বান্দরবানে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা শোনা গেলেও সঠিক তথ্য না পাওয়ায় চোর আটক করা সম্ভব হয়নি। পরে বান্দরবান থানার পুলিশের অভিযানে ধরা পড়ে মোটর সাইকেল চোর চক্রের এক সদস্য।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বান্দরবানের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার মোটরসাইকেল চুরির ঘটনা জানান।
এ সময় তিনি জানান, ঘটনার পরে আইন শৃঙ্খলা বাহিনী তথ্য প্রযুক্তির সাহায্যে চোরকে আটক করতে সক্ষম হয়। পুলিশের অভিযানে গতকাল (বুধবার ২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধোপাছড়ি এলাকা থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের বাসিন্দা মোটর সাইকেল চোর চিং সামং কে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নে গৈক্ষ্যং গ্রামে সাচিমং মারমা ছেলে। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সীম উদ্ধার করে পুলিশ।এই পর্যন্ত তিনটি মোটর বাইক হারানোসহ ২টি মামলা থানায় দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, এই চোর চক্রে যারা জড়িত আছে এবং সহযোগী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।