মথি ত্রিপুরা; রুমা(বান্দরবান ) প্রতিনিধি :
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার সময় রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে “অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে
অনুষ্ঠানে রুমা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা গৌতম সূত্রধর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
এছাড়াও রুমা উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব জুবায়ের, রুমা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান, রুমা উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বাল্যবিবাহ রোধ করা, মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি কমিয়ে সুখী -সমৃদ্ধ দেশ গঠন করার আহবান জানান। শেষে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ৮ জন মাঠ কর্মীকে পুরুস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।