হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে নতুন বছরের প্রথম দিনে বই বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরের বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। বাংলা বই এর পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় থেকেই জেলার বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিততে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানায়, জেলার ৭টি উপজেলায় ৪৩৫টি সরকারি বিদ্যালয়ে ৩ লক্ষ ৪ হাজার ২২৭টি বইয়ের চাহিদার বিপরীতে বান্দরবানে বই এসেছে ১লক্ষ ৭৯হাজার ৩২৪টি। অবশিষ্ট রয়েছে ১লক্ষ ২৪ হাজার ৯০৩টি আর সম্ভাব্য শিক্ষার্থী ৬৮ হাজার ৭৭৯ জন।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো.আবু তালেব, বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সালেহ মো.ফরিদ উদ্দিন জানান , শিক্ষক – শিক্ষিকাবৃন্দ ও জেলা সাংবাদিকবৃন্দ।