Dhaka , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময়।

print news

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করেছেন।

শনিবার (২৭ এপ্রিল) শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের হিলভিউ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচিত হলে উপজেলা চেয়ারম্যান মেধা বৃত্তি চালু করতে চান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ।

মত বিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি আপনাদের মাধ্যমে জনগণের সেবা করতে চাই। অতীতেও সাংবাদিকরা আমার পাশে ছিল,আগামীতেও আপনাদের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন,দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এদেশের গরীব দুঃখী মেহনতি মানুষ সর্বোপরি কৃষি ও কৃষক ভাই-বোনেরা। আগামীতে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন এনজিও সংস্থার সমন্বয়ে উপজেলা পরিষদ কে কৃষি ও কৃষকবান্ধব উপজেলা পরিষদ হিসেবে গড়ে তোলা হবে।এছাড়াও শিক্ষার হার বাড়াতে ও ছেলে-মেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপজেলা চেয়ারম্যান মেধাবৃত্তি চালু করা হবে।শুধু তাই নয়,ছেলে-মেয়েদের ক্রীড়ামুখী ও মাদক থেকে দূরে রাখতে মাঠগুলোকে সংস্কার ও খেলা উপযোগী করাসহ স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে গঠিত ক্লাবগুলোকে সচল করে ক্রীড়া সামগ্রীসহ বার্ষিক প্রনোদনাসহ নানা মুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ। এসময় তিনি অগ্রাধিকার ভিত্তিতে ৭ দফা কর্মসূচি ঘোষনা করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একজন সমাজসেবক হিসাবে বিগত সময়ে এলাকাবাসীর পাশে ছিলেন বলেই জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিবে বলে আশা রাখেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রথম আলো পত্রিকার প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,বিটিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মনু,বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি এম.এ হাকিম চৌধুরী, এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Tag :
জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময়।

প্রকাশিত: ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
print news

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করেছেন।

শনিবার (২৭ এপ্রিল) শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের হিলভিউ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচিত হলে উপজেলা চেয়ারম্যান মেধা বৃত্তি চালু করতে চান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ।

মত বিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি আপনাদের মাধ্যমে জনগণের সেবা করতে চাই। অতীতেও সাংবাদিকরা আমার পাশে ছিল,আগামীতেও আপনাদের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন,দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এদেশের গরীব দুঃখী মেহনতি মানুষ সর্বোপরি কৃষি ও কৃষক ভাই-বোনেরা। আগামীতে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন এনজিও সংস্থার সমন্বয়ে উপজেলা পরিষদ কে কৃষি ও কৃষকবান্ধব উপজেলা পরিষদ হিসেবে গড়ে তোলা হবে।এছাড়াও শিক্ষার হার বাড়াতে ও ছেলে-মেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপজেলা চেয়ারম্যান মেধাবৃত্তি চালু করা হবে।শুধু তাই নয়,ছেলে-মেয়েদের ক্রীড়ামুখী ও মাদক থেকে দূরে রাখতে মাঠগুলোকে সংস্কার ও খেলা উপযোগী করাসহ স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে গঠিত ক্লাবগুলোকে সচল করে ক্রীড়া সামগ্রীসহ বার্ষিক প্রনোদনাসহ নানা মুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ। এসময় তিনি অগ্রাধিকার ভিত্তিতে ৭ দফা কর্মসূচি ঘোষনা করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একজন সমাজসেবক হিসাবে বিগত সময়ে এলাকাবাসীর পাশে ছিলেন বলেই জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিবে বলে আশা রাখেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রথম আলো পত্রিকার প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,বিটিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মনু,বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি এম.এ হাকিম চৌধুরী, এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।