নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের আলীকদম থানা পুলিশের অভিযানে বস্তাবন্দী অবস্থায় ২টি ভালুক শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী মো: আলাউদ্দিন (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো: আলাউদ্দিন আলীকদম ১নং ইউনিয়নের উত্তর পালং পাড়ার শামসুল আলমের ছেলে।
মঙ্গলবার(২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বান্দরবান জেলা পুলিশ সুপার মো: সৈকত শাহীন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলীকদম থানার অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আলীকদম থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম ২নং চৈক্ষ্যং ইউপির শিবাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবচেতন বস্তাবন্দী অবস্থায় ২টি বন্যপ্রণী ভাল্লুকের বাচ্চা উদ্ধার করেন। এসময় ১টি মোটরসাইকেল ও পাচারকারী মো: আলাউদ্দিন গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার বলেন, আলীকদম থেকে উদ্ধারকৃত ২ টি ভাল্লুকের বাচ্চা জেলা পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বন্যপ্রণী দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।